উত্তরপ্রদেশে বিজেপি-র জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনটাই মনে করেন কংগ্রেস নেতা শশী তারুর।
উত্তরপ্রদেশে বিজেপি-র জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনটাই মনে করেন কংগ্রেস নেতা শশী তারুর। মোদীর বেশ তেজ আছে। তাঁর ব্যক্তিত্বও গতিময় বলে মন্তব্য করলেন শশী।
‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’-এ সাহিত্য থেকে সমাজ-নীতি, নানা বিষয়ের আলোচনা সভায় যোগ দিচ্ছেন শশী। তেমনই কিছু আলোচনার ফাঁকে উঠেছিল মোদীর প্রসঙ্গ। তখনই শশী সরাসরি বলেন, ‘‘প্রধানমন্ত্রীর বেশ তেজ আছে। ব্যক্তিত্বও গতিময়। রাজনৈতিক ক্ষেত্রে বেশ উল্লেখযোগ্য কিছু কাজ করেছেন উনি। আমরা আশা করিনি এতটা ব্যবধানে নির্বাচন জিতবে ওঁর দল। কিন্তু জিতল!’’
তার মানে কি বিজেপি-র সমস্ত রাজনৈতিক পদক্ষেপই কি কাজের? তাতেই কি মেলে সাফল্য? সতর্ক শশী মনে করালেন, ভারতের জনতা সব সময়ে অবাক করতে পারে। যেমন এখন করছে। তবে এখন উত্তরপ্রদেশে বিজেপি ভোট পেয়েছে মানেই আগামী দিন এমন হবে না। শশী বলেন, ‘‘বিজেপি-কেও এক দিন অবাক হতে হবে।’’
তবে প্রধানমন্ত্রীর শুধু প্রশংসা করেই থামেননি শশী। মোদীর সমালোচনাও করেছেন। শশীর কথায়, ‘‘মোদীর রাজনীতি আমাদের সমাজে বিভাজন সৃষ্টি করছে। রাজনৈতিক এবং ধর্মীয় দিক থেকে।’’ মোদীর কিছু রাজনৈতিক পদক্ষেপের জেরে এই দেশের সমাজ দূষিত হচ্ছে বলেও মনে করেন শশী। কংগ্রেস নেতার বক্তব্য, ‘‘আজ হয়তো বিজেপি যা চাইছে, তা পেয়ে যাচ্ছে। কিন্তু সব সময়ে এমনটা হবে না।’’