সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ও এনসিপি নেতা শরদ পওয়ার। ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পাশে দাঁড়ানো নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন এনসিপি নেতা শরদ পওয়ার। তৃণমূল ও এনসিপি নেতাদের ধারণা, পাশে দাঁড়ানোর বার্তা দিতে কলকাতায় যেতে পারেন তিনি। এরই মধ্যে সোমবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গেও বৈঠকে বসলেন এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। ইয়েচুরির দাবি, এটি সৌজন্য সাক্ষাৎ। কৃষক আন্দোলন নিয়ে কথা হয়েছে। ৩০ ডিসেম্বর কেন্দ্র ও কৃষক নেতাদের বৈঠকে শেষমেশ কী হয়, বিরোধী শিবির দেখতে চাইছে তা-ও। বৈঠকের পরে পওয়ার বলেন, কেন্দ্রের উচিত কৃষক আন্দোলনকে গুরুত্ব দিয়ে দেখা।
পওয়ারকে সামনে রেখে বিরোধী শিবির জোট বাঁধবে কি না, আর সেই সূত্রে তিনি ইউপিএ-র চেয়ারপার্সন হবেন কি না, তা নিয়ে আলোচনার মধ্যেই দিল্লি এসেছেন পওয়ার। ফলে সেই জল্পনার আগুনে ঘি পড়েছে। তার শিখা আরও বেড়েছে ইয়েচুরির সঙ্গে বৈঠকে। এর মধ্যে পওয়ার কলকাতায় গিয়ে মমতার পাশে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হলেও, এনসিপি কেরলে বাম জোটের শরিক। সম্প্রতি এনসিপি-র সঙ্গে আর এক জোট শরিক কেরল কংগ্রেস (মণি)-র সংঘাত বেধেছে। পওয়ার বা ইয়েচুরি অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চাননি।