শরদ অরবিন্দ বোবদে।
দেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে। কেন্দ্রীয় আইন মন্ত্রক মঙ্গলবার জানিয়েছে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নিয়োগ পত্রে সই করেছেন। বোবদে দেশের ৪৭তম প্রধান বিচারপতি হবেন। তিনি প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হতে চলেছেন। আগামী ১৮ নভেম্বর তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। বিচারপতি বোবদে ১৭ মাস ওই পদে থাকবেন। তিনি অবসর নেবেন ২০২১ সালের ২৩ এপ্রিল। সাম্প্রতিক কালে যে সব গুরুত্বপূর্ণ মামলা নিয়ে জনজীবনে চর্চা হয়েছে, তার মধ্যে অনেক মামলায় বিচারপতি হিসেবে ছিলেন বোবদে। অযোধ্যা মামলার পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চের সদস্য তিনি। আগামী নভেম্বরের মাঝামাঝি ওই মামলার রায় ঘোষণা হতে পারে। সেখানে বিচারপতি বোবদে কী রায় দেন, সে দিকে নজর সকলের। অতএব, গুরুত্বপূর্ণ সময়ে দেশের প্রধান বিচারপতির দায়িত্ব ভার নিতে চলেছেন তিনি।