শিব ভক্তদের পদ সেবা করছে পুলিশ। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
শ্রাবণে দেশের প্রায় সব রাজ্যেরই রাস্তাঘাট ভরে যায় শিবভক্তদের ভিড়ে। বাঁক কাঁধে ভক্তরা মন্দিরে গিয়ে জল ঢালেন শিবের মাথায়। এই সময় কানওয়ার যাত্রায় অংশ নেন প্রচুর শিবভক্ত। সেই যাত্রীদের যাতে পথেকোনও অসুবিধা না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।
সেই ‘বিশেষ ব্যবস্থা’ কেমন, তার নমুনা দেখা গেল শুক্রবার। সরকারের নির্দেশে শিবভক্তদের ‘সেবা’য় নেমে পড়লেন শামলি জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট। শিবভক্তদের সেবা করার সেই ভিডিয়ো আবার পোস্ট করা হয়েছে শামলি পুলিশের টুইটার হ্যান্ডেল থেকেই। তার পর সেই ভিডিয়ো নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
কানওয়ার যাত্রীদের জন্য তৈরি করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প। শুক্রবার সেই ক্যাম্প পরিদর্শন করতে এসেছিলেন শামলির এসপি অজয় কুমার। সেখানে এসে যোগী সরকারের ‘সেবা’ ধর্মকে তুলে ধরতেই ব্যস্ত হয়ে ওঠেন ওই পুলিশ অফিসার। মেডিক্যাল ক্যাম্পে গিয়ে পথ চলে ক্লান্ত যাত্রীদের পদসেবা করতেও শুরু করে দেন তিনি। তা দেখে সেখানে থাকা বাকি যাত্রীরা হকচকিয়ে যান।
তবে কানওয়ার যাত্রীদের জন্য উত্তরপ্রদেশ সরকারের ‘সেবা’ এইটুকুতেই থেমে থাকেনি। উত্তরপ্রদেশের শাহারানপুরে শিবভক্তদের উদ্দেশে করা হয়েছে পুষ্পবৃষ্টি। শুক্রবার, গানঘাড়ির রাস্তায় পুণ্যার্থীদের উপর টানা ১৫ মিনিট ধরে পুষ্পবৃষ্টি করা হয়েছে হেলিকপ্টার থেকে। সেই সময় সেখানে ছিলেন জেলার কালেক্টর অলোক কুমার, পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট দীনেশ কুমার ও ট্রাফিক পুলিশের সুপারিন্টেন্ডেন্ট অপর্ণা গুপ্তা।
আরও পড়ুন: নিজেদের ডিম বাঁচাতে গোসাপের সঙ্গে লড়াই সাহসী পাখিদের! ভিডিয়ো ভাইরাল
আরও পড়ুন: মুম্বইয়ে রাত থেকে ট্রেনে আটকে এক হাজারেরও বেশি যাত্রী, কপ্টার-নৌকায় পরে উদ্ধার সকলেই