দমবন্ধ লাগছিল: শাহ ফয়জ়ল

৩৫ বছর বয়সি প্রাক্তন আমলা ফয়সল গত মাসেই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০২:২৮
Share:

শাহ ফয়জল।

দীর্ঘ দশ বছর ধরে সরকারি কর্তা থাকার সময়ে যেন জেলেই ছিলেন। সেই দমবন্ধ পরিস্থিতি থেকে মুক্তি পেতেই আমলার পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানালেন ২০০৯-এ আইএএস বাছাই তালিকার শীর্ষে থাকা শাহ ফয়জ়ল। কোনও রাজনৈতিক দলের মঞ্চ ব্যবহার না করেই সোমবার নিজের জেলা কুপওয়ারায় জনসভা করেছিলেন তিনি। সেখানেই ফয়জ়লের ঘোষণা, কাশ্মীরে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ রাজনীতির স্বপ্ন দেখছেন তিনি। সে জন্যই মানুষের মধ্যে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছেন।

Advertisement

৩৫ বছর বয়সি প্রাক্তন আমলা ফয়সল গত মাসেই সরকারি চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। জল্পনা ছিল, তিনি ন্যাশনাল কনফারেন্সে যোগ দেবেন। কিন্তু সেই সম্ভাবনা খারিজ করে নিজের পথে থেকেই সাধারণ মানুষের কাছে পৌঁছনোর ইঙ্গিত দিয়েছেন ফয়জ়ল। ইতিমধ্যেই মানুষের থেকে অর্থ সংগ্রহ শুরু করেছেন। জোগাড় করেছেন প্রায় ৫ লক্ষ টাকা। এই টাকার অর্ধেক ছররায় আহতদের চিকিৎসায় খরচ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement