CAA

সিএএ এর জের, ভোপালে বিজেপি ছাড়লেন ৪৮ সংখ্যালঘু সমর্থক

নয়া নাগরিক আইনের জেরেই এই পদত্যাগ বলে জানিয়েছেন তাঁরা। দলের অন্দরে বৈষম্যের অভিযোগ আনেছেন বিক্ষুব্ধরা।

Advertisement

সংবাদ সংস্থা

ভোপাল শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ২০:৩৪
Share:

ফাইল চিত্র।

ঘরে বাইরে সমস্যার সম্মুখীন বিজেপি। গোটা দেশে এনআরসি-নাগরিক আইন বিরোধী আন্দোলন চলছে। তার মধ্যেই ভোপাল জেলার বিজেপির সংখ্যালঘু সেল থেকে একযোগে ৪৮জন দল ছাড়লেন। নয়া নাগরিক আইনের জেরেই এই পদত্যাগ বলে জানিয়েছেন তাঁরা। দলের অন্দরে বৈষম্যের অভিযোগ আনেছেন বিক্ষুব্ধরা।

Advertisement

ভোপাল জেলা বিজেপির সংখ্যালঘু বিভাগের সহ সভাপতি আদিল খান এ দিন বলেন, ‘‘আপনারা কি কেউ কখনও দেখেছেন একটি আইনের বিষয়ে মানুষকে বোঝাতে ঘরে ঘরে যাচ্ছে প্রশাসন?’’ তাঁর অভিযোগ, ‘‘দল এক সময়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, অটলবিহারী বাজপেয়ীর আদর্শ মেনে চলত। বৈষম্যের কোনও জায়গা ছিল না। এখন পরিস্থিতি বদলে গিয়েছে। বৈষম্য বাড়ছে প্রতিনিয়ত।’’

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশ সংখ্যালঘু সেলের প্রধানকে তাঁরা পদত্যাগের কারণ ব্যখ্যা করে একটি চিঠি দিয়েছেন। তাঁদের বক্তব্য, দলের মধ্যে কোনও গণতান্ত্রিক পরিবেশ নেই। গোটা দল চালাচ্ছে দুই তিনজন।বিজেপির তরফে অবশ্য এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতা গোপাল ভার্গভের কথায়, ‘‘আমাদের দলের একাংশকে ভুল বোঝাচ্ছে বাম ও কংগ্রেস শিবির’’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement