অন্ধ্রপ্রদেশের বাজি কারখানায় বিস্ফোরণে তদন্তের নির্দেশ দিলেন চন্দ্রবাবু নায়ডু। ছবি: সংগৃহীত।
অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল অন্তত আটজন শ্রমিকের। রবিবার দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকপল্লি জেলার কোটাভুরাতলা এলাকায়। বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। কী কারণে বিস্ফোরণটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুসন্ধানের পর পুলিশ জানতে পারে, বাজি কারখানায় প্রথমে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের আগুন নিমেষে গোটা কারখানায় ছড়িয়ে পড়ে এবং কারখানাটি পুড়ে যায়।
ওই বাজি কারখানাটি সরকারি অনুমোদনপ্রাপ্ত নাকি অবৈধ ভাবে চলছিল, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেনি পুলিশ। দুর্ঘটনায় আহতদের বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন অন্ধ্রপ্রদেশের পুলিশমন্ত্রী ভি অনিতা। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত আট জনের মৃত্যু হয়েছে।
রবিবার বাজি কারখানায় বিস্ফোরণে মৃতদের পরিবারের প্রতি শোকবার্তা জানিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নায়ডু। তিনি ইতিমধ্যে জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন। ঘটনার বিষয়ে তাঁদের থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছেন চন্দ্রবাবু। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা বিশদ তদন্ত করে একটি রিপোর্টও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। প্রধানমন্ত্রীর দফতর থেকে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আনাকপল্লির পুলিশ সুপার তুহিন সিংহ জানিয়েছেন, মৃতেরা প্রত্যেকেই দুর্ঘটনার সময়ে ওই বাজি কারখানায় কাজ করছিলেন।
সম্প্রতি পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় মজুত করা বাজি ফেটে অগ্নিকাণ্ডে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। গুজরাতের বনাসকাঁথা জেলার ডীসা শহরের অদূরে বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু ঘটেছে। ওই ঘটনাগুলির পরে এ বার অন্ধ্রপ্রদেশে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল আটজনের।