Gujarat Couple Died

দুই পুত্র, এক কন্যাকে বিষ খাইয়ে আত্মঘাতী গুজরাতের দম্পতি! আর্থিক অনটন? না কি অন্য কারণ

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বিনু সাগর (৪২) এবং তাঁর স্ত্রী কোকিলাবেন (৪০)। সবরকণ্ঠ জেলার ভাড়ালি গ্রামের বাসিন্দা বিনু। রবিবার সকালে ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৫:৫১
Share:
মৃত ব্যক্তি বিনু সাগর। ছবি: সংগৃহীত।

মৃত ব্যক্তি বিনু সাগর। ছবি: সংগৃহীত।

দুই পুত্র এবং কন্যাকে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন গুজরাতের এক দম্পতি। পাঁচ জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। কিন্তু দম্পতিকে মৃত বলে ঘোষণা করা হয়। সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দম্পতির তিন সন্তান। গুজরাতের সবরকণ্ঠের ঘটনা।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতেরা হলেন বিনু সাগর (৪২) এবং তাঁর স্ত্রী কোকিলাবেন (৪০)। সবরকণ্ঠ জেলার ভাড়ালি গ্রামের বাসিন্দা বিনু। রবিবার সকালে ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়েছে। এক প্রতিবেশী জানিয়েছেন, সকাল থেকে বাড়ির বাইরে বার হতে দেখা যায়নি বিনুদের। তাঁদের কোনও সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি করা হয়। কিন্তু কোনও উত্তর না-পাওয়ায় সন্দেহ হয় তাঁর।

প্রতিবেশীর দাবি, বিনুদের সাড়া না পেয়ে তাঁদের বাড়িতে যান। দরজা হাট করে খোলা ছিল। ঘরের ভিতরে অচৈতন্য হয়ে পড়ে ছিলেন বিনু, তাঁর স্ত্রী এবং তাঁদের পুত্র-কন্যারা। চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন তিনি। তার পরই পাঁচ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি বিনু এবং তাঁর স্ত্রীকে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আর্থিক অনটনের জেরেই এই পদক্ষেপ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর কারণ স্পষ্ট নয় বলেই জানিয়েছে পুলিশ। ফলে দম্পতির এই পদক্ষেপ ঘিরে রহস্য তৈরি হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement