Gangrape in UP

ফের উত্তরপ্রদেশ! বারাণসীর পর কাসগঞ্জ, হবু স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী, করা হল ভিডিয়োও

কাসগঞ্জের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা জানিয়েছেন, ঝাল সেতু এলাকায় এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২৫ ১৬:২১
Share:
আবার গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে। প্রতীকী ছবি।

আবার গণধর্ষণের অভিযোগ উত্তরপ্রদেশে। প্রতীকী ছবি।

বারাণসীর গণধর্ষণের ঘটনা নিয়ে যখন তোলপাড় উত্তরপ্রদেশ, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন অভিযুক্তদের কঠোরতম শাস্তির নির্দেশ দিয়েছেন, তখন সেই উত্তরপ্রদেশে আবার গণধর্ষণের ঘটনা প্রকাশ্যে এল। এ বার ঘটনাস্থল কাসগঞ্জ।

Advertisement

বারাণসীর গণধর্ষণের ঘটনার পর এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়েছে। এখনও ১১ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে, সেই আবহে কাসগঞ্জে একটি গণধর্ষণের ঘটনা রাজ্য এবং পুলিশ-প্রশাসনকে আরও অস্বস্তির মুখে ফেলল বলে অনেকেই মনে করছেন।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই তরুণীর বাগ্‌দান হয়েছে। হবু স্বামীকে নিয়ে কাসগঞ্জের ঝাল এলাকার একটি সেতুতে ঘুরতে গিয়েছিলেন দু’জনে। অভিযোগ, সেই সময় সাত-আট জন যুবক সেখানে আসেন। যুগলকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করতে থাকেন। তার পরই তরুণীর হবু স্বামীকে মারধর করে টাকাপয়সা সব লুট করে নেন ওই যুবকেরা। অভিযোগ, যুবককে জখম অবস্থায় ফেলে রেখে তরুণীকে জোর করে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। এই ঘটনায় ভয়ে, আতঙ্কে দু’দিন কাউকে কিছু জানাননি তরুণী। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। তাঁকে জিজ্ঞাসা করতেই গোটা বিষয়টি খুলে বলেন তিনি। তার পরই পুলিশে অভিযোগ দায়ের করে তরুণীর পরিবার।

Advertisement

কাসগঞ্জের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা জানিয়েছেন, ঝাল সেতু এলাকায় এক তরুণীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে আট জনকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল বারাণসীতে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় অভিযুক্ত ২৩ জনের মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। গণধর্ষণের ঘটনা নিয়ে ক্ষোভ বাড়তে শুরু করে বারাণসীতে। সেই আবহে গত বৃহস্পতিবার নিজের সংসদীয় কেন্দ্র বারাণসীতে পৌঁছোন প্রধানমন্ত্রী মোদী। সেখানে পৌঁছেই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির নির্দেশ দেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement