সপ্তম দফার বৈঠকও ব্যর্থ, কৃষকদের সঙ্গে পরের আলোচনা ৮ জানুয়ারি

সোমবার আলোচনার আগে দিল্লিতে প্রতিবাদরত কৃষকদের মধ্যে যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণে দু’মিনিট নীরবতা পালন করা হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ১৯:৩৮
Share:

আলোচনা থেকে বেরিয়ে আসছেন কৃষক নেতারা। ছবি: পিটিআই

কৃষকদের সঙ্গে সপ্তম দফার আলোচনাতেও মিলল না কোনও সমাধান। দু’পক্ষই অবস্থানে অনড় থাকায় এই বৈঠকও ফলপ্রসূ হল না। শুধু ঘোষণা করা হল, পরবর্তী বৈঠক ৮ জানুয়ারি দুপুর ২টোর সময়।

Advertisement

সোমবার আলোচনার আগে দিল্লিতে প্রতিবাদরত কৃষকদের মধ্যে যাঁরা প্রয়াত হয়েছেন, তাঁদের স্মরণে দু’মিনিট নীরবতা পালন করা হয়। তারপর শুরু হয় আলোচনা।

আলোচনা থেকে বেরিয়ে এসে কৃষক নেতা রাকেশ টিকায়েত জানিয়েছেন, ‘‘আমরা ফের ৮ জানুয়ারি সরকারের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। সেখানে তিনটি কৃষক আইন প্রত্যাহার ও ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে আইনের কথা আলোচিত হয়েছে। কিন্তু যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন প্রত্যাহার করব না।

Advertisement

কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, ‘‘কৃষকরা কৃষি আইন প্রত্যাহার ছাড়া আর কোনও বিষয়ে আলোচনার জন্য রাজি নয়। সরকার প্রচণ্ড চাপে রয়েছে। কেন্দ্র আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষকদের আন্দোলন চলবে।’’

আরও পড়ুন: তোলা চেয়ে হুমকির মামলায় ছোটা রাজনের ২ বছরের জেল

আরও পড়ুন: ​দেশে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত আরও ন’জনের সন্ধান, মোট আক্রান্ত ৩৮

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement