প্রজ্বল রেভান্না। — ফাইল চিত্র।
আরও বিপাকে প্রাক্তন সাংসদ তথা জেডি (এস) নেতা প্রজ্বল রেভান্না। সোমবার সুপ্রিম কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে গেল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ স্পষ্ট জানায়, প্রজ্বল অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তদন্তে প্রভাব খাটাতে পারেন তিনি।
‘অশ্লীল’ ভিডিয়োকাণ্ড প্রকাশ্যে আসার পর পরই ভারত ছাড়েন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার পৌত্র তথা হাসান লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ প্রজ্বল। তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ উঠেছিল। গত এপ্রিল মাসে সেই অভিযোগ প্রকাশ্যে আসার পর তদন্তের জন্য কর্নাটক সরকার বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে। দেশে ফিরলে সিট প্রজ্বলকে গ্রেফতার করে। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
কর্নাটকের নিম্ন আদালতে ইতিমধ্যেই প্রায় দেড় হাজার পাতার চার্জশিট জমা দিয়েছে সিট। তদন্তকারীরা জানিয়েছেন, যৌন নিগ্রহ এবং ধর্ষণের মামলায় অভিযুক্ত রেভান্না। জামিন চেয়ে আগেই কর্নাটক হাই কোর্টে মামলা করেছিলেন তিনি। তবে সেখানে ধাক্কা খাওয়ার পর সুপ্রিম কোর্টে আবেদন করেন জেডি (এস) নেতা। তবে সোমবার তাঁর আবেদন খারিজ হয়ে যায়। উল্লেখ্য, প্রজ্বলের যৌন নির্যাতনের যে সমস্ত ‘অশ্লীল’ ভিডিয়ো ফাঁস হয়েছিল, তার মধ্যে এক নির্যাতিতাকে অপহরণের অভিযোগ উঠেছিল দেবগৌড়া-পুত্র এইচডি রেভান্নার বিরুদ্ধেও। তবে বর্তমানে তিনি জামিনে মুক্ত।