Serum Institute of India

Covid Vaccine: কোভিশিল্ডের পর ভারতে স্পুটনিক ভি টিকা তৈরির জন্য কেন্দ্রের অনুমতি চাইল সিরাম

আদার পুনাওয়ালা কেন্দ্রকে জানিয়েছেন, জুন মাসে ১০ কোটি কোভিশিল্ড টিকা তৈরি করতে পারবে সিরাম। আগামী দিনে লক্ষ্যমাত্রা আরও বাড়ানো হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০২১ ১২:৩২
Share:

ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে আবেদনপত্র পাঠিয়েছে সিরাম ফাইল চিত্র।

এ বার ভারতে স্পুটনিক ভি টিকা তৈরির জন্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)-এর অনুমতি চাইল সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।

Advertisement

এই মুহূর্তে ভারতে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে রাশিয়ার স্পুটনিক ভি টিকা। সূত্রের খবর, সেই টিকা তৈরির আগে পরীক্ষা ও পর্যবেক্ষণের অনুমতি চেয়েছে সিরাম। বুধবার ড্রাগ কন্ট্রোলার জেনারেলের কাছে সিরাম আবেদনপত্র পাঠিয়েছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে ড্রাগ কন্ট্রোলারের তরফে এখনও কিছু জানানো হয়নি।

আদার পুনাওয়ালা ইতিমধ্যেই কেন্দ্রকে জানিয়েছেন, জুন মাসে ১০ কোটি কোভিশিল্ড টিকা তৈরি করতে পারবে সিরাম। আগামী দিনে কোভিশিল্ডের উৎপাদনের লক্ষ্যমাত্রা আরও বাড়বে বলেই জানিয়েছে সিরাম। তার মধ্যেই এ বার স্পুটনিক ভি টিকা তৈরির আবেদন করল তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement