Share Market

Sensex Today: ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ঘোষণার জের, সেনসেক্স পড়ল প্রায় দেড় হাজার পয়েন্ট

সকাল ৯টা ১৯ মিনিটে বিএসই সেনসেক্স-এর ২.৫৫ শতাংশ পতন নথিভুক্ত হয়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ। এনএসই নিফটি ৪১৬ পয়েন্ট পতন হয়ে তা দাড়ায় ১৬,৬৪৬-এ। অর্থাৎ ২.৪৩ শতাংশ পতন। একই অবস্থা এশিয়ার শেয়ার বাজারগুলোতেও। জাপানের নিক্কেই-এর পতন হয়েছে ২.১৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি নেমেছে ২.৬৬ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩৪
Share:

— ফাইল ছবি

ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ টেলিভিশন বার্তায় ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই ধস নামল ভারত-সহ বিশ্বের প্রায় প্রতিটি শেয়ার বাজারে। ভারতে সেনসেক্সের পতন প্রায় দেড় হাজার পয়েন্ট।

সকাল ৯টা ১৯ মিনিটে বিএসই সেনসেক্স-এর ২.৫৫ শতাংশ পতন নথিভুক্ত হয়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ। এনএসই নিফটি ৪১৬ পয়েন্ট পতন হয়ে তা দাড়ায় ১৬,৬৪৬-এ। অর্থাৎ ২.৪৩ শতাংশ পতন।
একই অবস্থা এশিয়ার শেয়ার বাজারগুলোতেও। জাপানের নিক্কেই-এর পতন হয়েছে ২.১৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি নেমেছে ২.৬৬ শতাংশ।
গোটা বিশ্বকে চমকে দিয়ে বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভে একের পর এক বিস্ফোরণ ও গুলি চালনার কথা জানাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা। ইউক্রেনের অন্যান্য প্রান্তেও পুরোদস্তুর সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। রাশিয়া এই অযৌক্তিক ও প্ররোচনাহীন আক্রমণের সমুচিত জবাব পাবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের প্রভাব এসে পড়েছে গোটা বিশ্বের শেয়ার বাজারে। ভারতের বাজারে ধস নেমেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement