প্যান কার্ড ও আধার কার্ড যুক্ত করার সময় শেষ হচ্ছে ৩০ জুন। নির্দিষ্ট তারিখের মধ্যে দু’টি জুড়তে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে, আধার কার্ড ও প্যান কার্ড না জুড়লে পরবর্তী মাস থেকে কর্মীদের নির্দিষ্ট সময়ে বেতন পাওয়ায় সমস্যা দেখা দেবে।
এর আগে পিএফ-আধার যুক্ত করার বিষয়ে সময় নির্দিষ্ট নির্দেশিকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। যদিও সেই সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে।
কিন্তু কী ভাবে আপনার প্যান কার্ডের সঙ্গে আধার যুক্ত করবেন? কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? দেখে নিন এক ঝলকে।
ইনকাম ট্যাক্সের অফিশিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in-এ যান।
এই ওয়েবসাইটের হোম পেজে ‘আওয়ার সার্ভিস’ বলে একটি অপশন আছে, সেখানে গিয়ে ‘লিঙ্ক আধার’ বিকল্পে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর একটি নতুন পেজ খুলবে, সেটিতে প্যান কার্ড ও আধার কার্ডের যাবতীয় তথ্য দিতে হবে নির্দিষ্ট বক্সে।
সব তথ্য দিয়ে সেভ করার পর প্যান ও আধার লিঙ্কের বিস্তারিত তথ্য জানতে ক্লিক করতে হবে ‘ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস’-এ
এ বার পেজে আধার ও প্যান যুক্ত হওয়ার বিস্তারিত তথ্য দেখা যাবে। যদি সঠিক ভাবে লিঙ্ক হয়ে থাকে, তাহলে প্যান কার্ড নম্বর ও আধার নম্বর লিঙ্ক হয়েছে, সেটি ফুটে উঠবে স্ক্রিনে।