Shaheen Bagh

নিরাপত্তা বাড়ল শাহিন বাগে

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা নিরাপত্তার বেড়াজালে মুড়ে দেয় তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২০ ০৪:৫৮
Share:

ছবি: পিটিআই।

রবিবার সকালে শাহিন বাগের সিএএ-বিরোধীদের প্রতিবাদ স্থল ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ। এ দিন দুপুর তিনটে নাগাদ মিছিলের ডাক দিয়েছিল প্রতিবাদীরা। পাশাপাশি, হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এ দিন প্রতিবাদস্থল ফাঁকা করার জন্য মিছিল করবে বলে আগেই জানিয়েছিল। তবে পুলিশ এ ব্যাপারে হস্তক্ষেপ করায় শনিবারই বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে। তা সত্ত্বেও কোনও ঝুঁকি নিতে রাজি হয়নি দিল্লি পুলিশ।

Advertisement

কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোটা এলাকা নিরাপত্তার বেড়াজালে মুড়ে দেয় তারা। দিল্লি পুলিশের তরফে ডিসি শ্রীবাস্তব বলেন, ‘‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শাহিন বাগে পুলিশি ঘেরাটোপ বাড়ানো হয়েছে। আমাদের লক্ষ্য, শৃঙ্খলা রক্ষা করা অপ্রীতিকর পরিস্থিতি বাড়তে না দেওয়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement