Covid Vaccines

৪৫ ঊর্ধ্ব যাঁরা টিকার প্রথম ডোজ নিয়েছেন তাঁদের বিনামূল্যে দ্বিতীয় ডোজ: স্বাস্থ্যমন্ত্রক

১৬ জানুয়ারি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ভারতে ১৫ কোটি ৬৮ লক্ষ ১৬ হাজার ৩১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৮:৫৭
Share:

ফাইল ছবি।

স্বা‌স্থ্যকর্মী, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন আর ৪৫ বছর বয়সের ঊর্ধ্বে যাঁরা কোনও বেসরকারি টিকাদান কেন্দ্র থেকে কোভিড টিকার প্রথম ডোজটি নিয়েছেন ৩০ এপ্রিল বা তার আগে সরকারের তরফে তাঁদের বিনামূল্যে দেওয়া হবে টিকার দ্বিতীয় ডোজ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে রবিবার এ কথা জানানো হয়েছে।

Advertisement

স্বাস্থ্যমন্ত্রকের অতিরিক্ত সচিবের স্বাক্ষরিত ওই সরকারি বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, ওই কয়েকটি শ্রেণিভুক্তরা চাইলে কোভিড টিকার দ্বিতীয় ডোজটি সরকারের কাছ থেকে বিনামূল্যে না নিয়ে বেসরকারি টিকাদান কেন্দ্র থেকেও নিতে পারেন। সে ক্ষেত্রে তাঁদের ওই টিকাকেন্দ্রের ধার্য মূল্যেই টিকা নিতে হবে।

১৬ জানুয়ারি শুরু হওয়ার পর এখনও পর্যন্ত ভারতে ১৫ কোটি ৬৮ লক্ষ ১৬ হাজার ৩১ জনকে কোভিড টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের তৃতীয় দফায় টিকাদান শুরু হয়েছে শনিবার থেকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement