Coronavirus

করোনা-আতঙ্কে কাঁপছে রাজধানী, নয়ডায় বন্ধ স্কুল

দিল্লি ও তেলঙ্গানায় দু’জনের শরীরে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত কাল।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ মার্চ ২০২০ ০৩:৪১
Share:

করোনা-ত্রাস নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

করোনার আতঙ্ক এ বার জাঁকিয়ে বসল রাজধানীতেও।

Advertisement

দিল্লি ও তেলঙ্গানায় দু’জনের শরীরে নোভেল করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে গত কাল। ভারতে এই নিয়ে করোনা-আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬। যদিও তাঁদের মধ্যে ৩ জন ইতিমধ্যেই সেরে উঠেছেন।

দিল্লির ওই বছর পঁয়তাল্লিশের বাসিন্দা সম্প্রতি ইটালি গিয়েছিলেন। ভিয়েনা হয়ে দিল্লি ফেরেন তিনি। বিমানবন্দর সূত্রের খবর, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় করোনার প্রকোপ প্রবল নয় বলে দিল্লি বিমানবন্দরে তাঁর শারীরিক পরীক্ষা হয়নি। কিন্তু বাড়ি ফেরার পরে তাঁর করোনা-সংক্রমণ ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই ব্যক্তির সংস্পর্শে আসা একই পরিবারের ৬ জনের শরীরে করোনার বেশ কিছু লক্ষণ মিলেছে। তাঁরা আগরার বাসিন্দা। সম্প্রতি ইউরোপে বেড়াতে গিয়েছিলেন। প্রশাসন সূত্রে খবর, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁদের। পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজিতে পাঠানো হয়েছে শারীরিক পরীক্ষার নমুনা। এয়ার ইন্ডিয়ার যে বিমানে ওই ব্যক্তি ভিয়েনা থেকে ফিরেছিলেন, তার কর্মীদের ১৪ দিন বাড়িতে পৃথক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের অন্য যাত্রীদের স্বাস্থ্য মন্ত্রকের আচরণবিধি মেনে চলতে বলেছে এয়ার ইন্ডিয়া।

Advertisement

গত শুক্রবার দিল্লির এক পাঁচতারা হোটেলে ছেলের জন্মদিনের পার্টি দেন ওই ব্যক্তি। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই পার্টিতে যে কর্মীরা ডিউটিতে ছিলেন, তাঁদের ১৪ দিন আলাদা থাকতে বলা হয়েছে। পার্টিতে ছেলেটির বেশ কিছু সহপাঠী ও অভিভাবক আমন্ত্রিত ছিলেন। আতঙ্ক ছড়ানোয় নয়ডার দু’টি স্কুল আপাতত বন্ধ রাখা হচ্ছে। আক্রান্ত ব্যক্তির দুই সন্তান ওই দু’টি স্কুলেই পড়ে। অন্তত ৪০ জন পড়ুয়াকে স্বাস্থ্য পরীক্ষার পরে ১৪ দিন পৃথক রাখা হচ্ছে। ক্লাস বন্ধ রেখে স্কুল চত্বর জীবাণুমুক্ত করার কাজও চলছে। দিল্লি ও গুরুগ্রামের একাধিক স্কুল অভিভাবকদের উদ্দেশে সতর্কতামূলক নির্দেশিকা পাঠিয়েছে।

তেলঙ্গানার যে বাসিন্দার করোনা-সংক্রমণ ধরা পড়েছে, তিনি সম্প্রতি দুবাই গিয়েছিলেন। ২৪ বছরের ওই সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সেখানে হংকংয়ের কয়েক জনের সঙ্গে দেখা করেন। দেশে ফিরে প্রথম কয়েক দিন বেঙ্গালুরুতে কাটান। তার পরে বাসে চড়ে হায়দরাবাদের বাড়িতে ফেরেন। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তিনি যে বিমানে দুবাই থেকে ফিরেছিলেন, সেটির কর্মীদের বাড়িতে পর্যবেক্ষণে থাকতে বলেছে বিমান সংস্থা ইন্ডিগো। বেঙ্গালুরুর যে এলাকায় তিনি ছিলেন, সেখানকার সমস্ত মানুষের উপরে নজর রাখছে প্রশাসন। মঙ্গলবার জরুরি বৈঠক ডেকেছে কর্নাটক সরকার। ১৮ থেকে ২৮ মার্চ পর্যন্ত পূর্বনির্ধারিত একটি মহড়া বাতিল করেছে ভারতীয় নৌসেনা। ‘মিলন ২০২০’ নামে ওই মহড়াটি বিশাখাপত্তনমে হওয়ার কথা ছিল। জয়পুরে বেড়াতে আসা ইটালির পর্যটকের শরীরে আজই করোনা সংক্রমণ নিশ্চিত করেছেন পুণের চিকিৎসকেরা। তাঁর স্ত্রীর দেহেও করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে।

সরকারি নির্দেশিকা

• বারবার হাত ধোবেন
• অজানা জমায়েত এড়িয়ে চলুন
• বারবার চোখ, নাক, মুখে হাত দেবেন না
• হাঁচি-কাশির সময়ে নাক, মুখ ঢেকে রাখুন
• জ্বর বা শ্বাসকষ্ট হলে দ্রুত ডাক্তার দেখান
• প্রয়োজনে স্বাস্থ্য মন্ত্রকের আপৎকালীন নম্বরে (+৯১-১১-২৩৯৭-৮০৪৬) ফোন করুন

ভারতে রোগ ছড়ালে সামাল দেওয়া যাবে কি না, তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওষুধ তৈরির ২৬টি উপাদান ও তা থেকে তৈরি ওষুধ (প্যারাসিটামল-সহ) রফতানি আপাতত বন্ধ রাখা হবে। অবশ্য আগামী তিন মাসের জন্য ওষুধের কাঁচামাল মজুত আছে। বিদেশ ভ্রমণ সংক্রান্ত নয়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রক। তাতে বলা হয়েছে, ৩ মার্চ বা তার আগে ইটালি, ইরান, দক্ষিণ কোরিয়া ও জাপানের যে সব নাগরিককে সাধারণ বা ই-ভিসা মঞ্জুর করা হয়েছিল, তাঁদের মধ্যে যারা এখনও ভারতে পৌঁছননি তাঁদের ভিসা সাসপেন্ড করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে আশ্বাস দিয়েছেন জনতাকে। বলেছেন, ‘‘ভয়ের কিছু নেই। ছোট কিন্তু জরুরি কিছু পদক্ষেপ করতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement