মিড ডে মিল খেয়ে অসুস্থ হল শতাধিক পড়ুয়া। বুধবার দুপুরে রাঁচির গোড্ডা এলাকার একটি প্রাথমিক স্কুলে এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, গোড্ডার সুন্ডমারা প্রাথমিক স্কুলে বুধবার দুপুরে মিড-ডে মিলের মেনু ছিল খিচুরি আর কলা। খিচুরি খেয়ে কলা খেতেই বাচ্চাদের পেটে ব্যথা শুরু হয়ে যায়। কোনও কোনও বাচ্চা বমি করতে শুরু করে। তাদের সঙ্গে সঙ্গে কাছের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অসুস্থদের মধ্যে অধিকাংশকেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও এখনও জনা কুড়ি ছাত্রছাত্রী হাসপাতালে ভর্তি রয়েছে। পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, তাদের বাচ্চাদের পচা কলা খেতে দেওয়া হয়েছিল। ওরা না বুঝেই তা খেয়ে ফেলেছে। ফলে তারা আচমকাই অসুস্থ হয়ে পড়ে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ কেন পচা কলা বাচ্চাদের দিল তার তদন্ত দাবি করেছেন অভিভাবকরা।