Murder

নাবালক ছাত্রকে ইটপাথর মেরে খুন! দেহ মিলল নর্দমায়, দুই অভিযুক্তের খোঁজে নামল পুলিশ

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বদরপুর থানা এলাকার নর্দমায় যে ছাত্রটির দেহ মিলেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। দিল্লির বিলাসপুর ক্যাম্প এলাকার মোলারবাঁদ গ্রামে তার বাড়ি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৯:১২
Share:

কী কারণে নাবালককে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ। প্রতীকী ছবি।

নর্দমায় পড়ে রয়েছে স্কুলের পোশাক পরা এক নাবালক ছাত্রের নিথর দেহ। আশপাশে ছড়িয়ে পড়েছে তার স্কুলব্যাগের বইপত্র। দেহের পাশেই পড়ে রয়েছে রক্তমাথা কয়েকটি ইটপাথর। রয়েছে রক্তেভেজা একটি তোয়ালে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ওই নাবালককে খুন করে দক্ষিণ-পূর্ব দিল্লির বদরপুর এলাকায় একটি নর্দমায় তার দেহ ফেলে দেন দুই ব্যক্তি। অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে বদরপুর থানা এলাকার নর্দমায় যে ছাত্রটির দেহ মিলেছে, তাকে চিহ্নিত করা হয়েছে। দিল্লির বিলাসপুর ক্যাম্প এলাকার মোলারবাঁদ গ্রামে তার বাড়ি। দিল্লির তাজপুর পাহাড়ি এলাকায় একটি সরকারি স্কুলে অষ্টম শ্রেণিত পড়ত সৌরভ (১২) নামের ওই ছাত্রটি। তার মাথায় ভোঁতা কিছু দিয়ে আঘাত চিহ্ন রয়েছে। তদন্তকারীদের অনুমান, দেহের পাশে পড়ে থাকা ইটপাথর দিয়েই তাকে খুন করা হয়েছে।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ-পূর্ব) রাজেশ দেও জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিট নাগাদ বদরপুর থানায় ফোন করে একটি টহলদারি ভ্যানের পুলিশকর্মীরা জানিয়েছিলেন, তাজপুর রোডের একটি নর্দমায় এক ছাত্রের দেহ পড়ে রয়েছে। দেহ থেকে প্রায় ছ’গজ দূরে রক্তমাথা ইটপাথর এবং তোয়ালে পড়েছিল। সেগুলি প্রমাণ হিসাবে সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি, দেহটির ময়নাতদন্তের জন্য এমসে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন তদন্তকারীরা। সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় নাবালককে খুনের অভিযোগে মামলা অভিযোগ দায়ের করে তাঁদের খোঁজ চালানো হচ্ছে। কী কারণে নাবালককে খুন করা হল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement