—প্রতীকী ছবি।
প্রজাতন্ত্র দিবসে পতাকা উত্তোলনের জন্য স্কুলে শিক্ষক-শিক্ষিকার পাশাপাশি হাজির হয়েছিলেন পড়ুয়ারা। পতাকা উত্তোলনের পর স্কুলের তরফে খাওয়াদাওয়ার আয়োজনও করা হয়েছিল। কিন্তু সেই খাবার খেয়ে ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়ে ৫৮ জন পড়ুয়া। স্বাস্থ্যকেন্দ্রে সকলকে নিয়ে যাওয়া হলে এক ছাত্রীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। সঙ্গে সঙ্গে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া জেলার সিরমৌর এলাকায় ঘটে। আপাতত পড়ুয়ারা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
জেলা প্রশাসন সূত্রে খবর, পতাকা উত্তোলনের পর স্কুলের সমস্ত পড়ুয়াকে লুচি এবং তরকারি খেতে দেওয়া হয়েছিল। শেষ পাতে ছিল একটি করে লাড্ডু। খাওয়ার পর স্কুলের ৫৮ জন পড়ুয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়ে।
বমির পাশাপাশি পেটখারাপের লক্ষণও দেখা দিতে শুরু করে তাদের। অনুমান, খাবার থেকেই কোনও রকম বিষক্রিয়া হয় ছাত্রছাত্রীদের। সঙ্গে সঙ্গে অসুস্থ পড়ুয়াদের নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলে তাদের। তবে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলাকালীন এক ছাত্রী আরও অসুস্থ হয়ে পড়ায় তাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসার পর ৫৮ জন পড়ুয়াই এখন সুস্থ রয়েছে। কী ভাবে তাদের শরীর খারাপ হল তা-ও খতিয়ে দেখা হচ্ছে।