বিধানসভা ভোটের আগে না হলেও তিন মাসের মধ্যে অসমের ছ’টি জনগোষ্ঠীকে তফশিল উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এ দিন দিল্লিতে অসমের ছ’টি জনগোষ্ঠীর নেতারা তাঁর সঙ্গে বৈঠক করেন। সেখানে ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজু, প্রদেশ বিজেপি সভাপতি তথা অসমে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী সর্বানন্দ সোনায়ল। বৈঠকের পরে রিজিজু জানান, বিজেপি তাদের দেওয়া প্রতিশ্রুতি রাখবেই। আগামী কালই এ নিয়ে একটি নির্দেশনা জারি করে বিশেষ কমিটি গড়া হচ্ছে। জনগোষ্ঠীর প্রতিনিধিরা জানান, ছ’টি জনগোষ্ঠীকে উপজাতি হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে কিছু আইনগত সমস্যা আছে। রাজনাথ ভরসা দিয়েছেন তিন মাসের মধ্যেই সেই জটিলতা কাটিয়ে ও প্রয়োজনে নীতি সংশোধন করে তাদের স্বীকৃতি দেবে কেন্দ্র।