Republic Tv

হাইকোর্টে যান আগে, রিপাবলিককে শীর্ষ কোর্ট

সম্প্রতি টিআরপি কেলেঙ্কারির তদন্তে নেমে রিপাবলিক-সহ তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে রেটিং-রিগিংয়ের অভিযোগ এনেছে মুম্বই পুলিশ।

Advertisement

নয়াদিল্লি

সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ০৪:২০
Share:

রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী। ছবি সংগৃহীত।

টিআরপি কেলেঙ্কারি মামলায় রিপাবলিক টিভির কর্ণধার অর্ণব গোস্বামী এবং তাঁর সংস্থাকে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হতে বলল সুপ্রিম কোর্ট। বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রিপাবলিকের উদ্দেশে বললেন, ‘‘আপনাদের অফিস তো মুম্বইয়ের ওরলিতে। ফ্লোরা ফাউন্টেন আর হাইকোর্ট তো তার কাছেই। সেখানে যান আগে!’’

Advertisement

সম্প্রতি টিআরপি কেলেঙ্কারির তদন্তে নেমে রিপাবলিক-সহ তিনটি টিভি চ্যানেলের বিরুদ্ধে রেটিং-রিগিংয়ের অভিযোগ এনেছে মুম্বই পুলিশ। বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অর্ণব এবং তাঁর সংস্থা এআরজি আউটলায়ার মিডিয়া। তাঁর আইনজীবী হরিশ সালভেকে আজ বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি ইন্দু মলহোত্র এবং বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ প্রথমে হাইকোর্টে যেতে নির্দেশ দিয়েছে। বিচারপতি চন্দ্রচূড় বলেছেন, ‘‘এ রকম একটা আবেদন আমরা কী করে শুনি, যেখানে প্রথমে হাইকোর্টে যাওয়া হয়নি? হাইকোর্টের উপরে আমাদের আস্থা রাখতে হবে। ওঁরা অতিমারির মধ্যেও কাজ করছেন।’’ এর পর সালভে তাঁর আবেদন প্রত্যাহার করে নেন। তবে তদন্ত চলাকালীন পুলিশ কমিশনার যে ভাবে সাক্ষাৎকার দিচ্ছেন, সে ব্যাপারে অবশ্য তার উদ্বেগ জানিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট।

এ দিকে টিআরপি নিয়ে কেলেঙ্কারির অভিযোগ সামনে আসার পরে আপাতত তিন মাসের জন্য সাপ্তাহিক রেটিং প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন রেটিং সংস্থা বার্ক (ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল)। এই অবসরে তারা গোটা প্রক্রিয়াটি পুনর্মূল্যায়ন করবে বলে জানিয়েছে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement