রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলের (ডিজি) অবসরের তিন মাস আগেই নয়া নিয়োগ নিয়ে প্রস্তাব পাঠাতে রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, ডিজি-র অবসরের তিন মাস আগে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। তার প্রেক্ষিতে উপযুক্ত অফিসারদের প্যানেল তৈরি করবে কমিশন। সেই প্যানেল থেকে এক জনকে ‘সঙ্গে সঙ্গে’ নিয়োগ করতে হবে। ২০০৬ সালে পুলিশে সংস্কার নিয়ে একাধিক নির্দেশ দেয় শীর্ষ আদালত। সম্প্রতি সেই নির্দেশে কিছু পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন আইপিএস প্রকাশ সিংহ। শুনানির সময়ে অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল জানান, মাত্র পাঁচটি রাজ্য ২০০৬ সালের নির্দেশ পুরোপুরি মেনে চলছে। কয়েকটি রাজ্য সরকার তাদের পছন্দের অফিসারের অবসরের ঠিক আগে তাঁকে ডিজি পদে নিয়োগ করে। তাতে অবসরের পরেও তিনি চাকরিতে থাকতে পারেন। কিছু রাজ্যে ‘কার্যনির্বাহী ডিজি’ও নিয়োগ করা হয়। তার পরেই এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, পুলিশের উপরে রাজ্য সরকারের অতিরিক্ত প্রভাব খাটানোর চেষ্টা রুখতেই এই পদক্ষেপ।