আরও এক বার খারাপ খবর স্বল্প সঞ্চয়ীদের জন্য। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার কম অর্থ জমা থাকলে সুদের হার ৪ শতাংশ থেকে ৩.৫ শতাংশে কমিয়ে আনল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সোমবার থেকেই কার্যকর হবে দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটির সংশোধিত সুদের হার। আরও জানানো হয়েছে, নতুন ব্যবস্থায় সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি জমা থাকলে গ্রাহক আগের মতোই ৪ শতাংশ হারে সুদ পাবেন বলে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: বাড়ছে না আয়কর রিটার্ন ফাইলের মেয়াদ, শেষ তারিখ আজই
এসবিআই-এর ৯০ শতাংশ গ্রাহকের সেভিংস অ্যাকাউন্টে জমা থাকা অর্থের পরিমাণ এক কোটি টাকার নীচে। ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এই সিদ্ধান্তের পথেই অন্যান্য ব্যাঙ্ক হাঁটবে বলেই মত বিশেষজ্ঞদের। সুদ কমানোর সিদ্ধান্তে এসবিআই-এর শেয়ারে প্রভাব পড়েছে।
আরও পড়ুন: দেশের সবচেয়ে ভূকম্পপ্রবণ এলাকায় দিল্লি-সহ ২৯টি শহর!
এর আগে জুন মাসে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, কিষাণ বিকাশ পত্রের মতো স্বল্প সঞ্চয়ে সুদের হার ১০ বেসিস পয়েন্ট (০.১ শতাংশ) কমানো হয়। প্রবীণ নাগরিকদের সঞ্চয় প্রকল্প ও সুকন্যা সমৃদ্ধি যোজনাতেও কমে সুদের হার। তার আগে চলতি বছরের মার্চ মাসে স্বল্প সঞ্চয়ে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছিল। এ বার সেভিংস খাতায় জমা টাকার উপর সুদের হার কমাল এসবিআই।