SBI

১০ হাজার কোটি টাকার কোভিড ঋণের খাতা খুলল এসবিআই, ধার নিচ্ছে ভারত বায়োটেক ও সেরাম

ইতিমধ্যেই ভারত বায়োটেক এবং সেরামকে বড় অঙ্কের অর্থ ঋণ হিসাবে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে, শুক্রবার জানিয়েছেন স্টেট ব্যাঙ্কের কর্তা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মে ২০২১ ২৩:৪৪
Share:

ছবি: পিটিআই।

এ বার স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত এবং টিকা প্রস্তুতকারক কোম্পানিকে ঋণ দিতে প্রস্তুত দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ১০ হাজার কোটি টাকার ঋণের খাতা খোলা হয়েছে ইতিমধ্যেই, শুক্রবার জানিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা।

সম্প্রতি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে মোট ৫০ হাজার কোটি টাকার ঋণ দিতে রাজি হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শীর্ষ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অতিমারিতে ধসে যাওয়া দেশের অর্থনীতিকে চাঙ্গা করে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেপো রেটের হারেই ওই অর্থ শীর্ষ ব্যাঙ্কের থেকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলি ঋণ হিসাবে নিতে পারবে। যাতে টিকা প্রস্তুতকারক, ওষুধ প্রস্তুতকারক, হাসপাতাল, প্যাথোলজি ল্যাব, অক্সিজেন প্রস্তুতকারক সংস্থাকে ঋণ হিসাবে দিতে পারে। শীর্ষ ব্যাঙ্কের সবুজ সঙ্কেত পেয়েই এই সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।

ইতিমধ্যেই কোভ্যাক্সিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক এবং কোভিশিল্ড প্রস্তুতকারক সেরাম ইনস্টিটিউটকে কে বড় অঙ্কের অর্থ ঋণ হিসাবে দেওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসবিআই, জানিয়েছেন দীনেশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement