National news

প্রাক্তন রাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের নাতি যোগ দিলেন বিজেপিতে

শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হওয়ার পরই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কথা।

Advertisement

সংবাদ সংস্থা

বেঙ্গালুরু শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৯ ১৬:১০
Share:

প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণণের নাতি সুহ্মব্রণ্যম শর্মা গৌরভরম। —ফাইল চিত্র।

বিজেপিতে যোগ দিচ্ছেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণনের নাতি সুহ্মব্রণ্যম শর্মা গৌরভরম। শুক্রবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষ হওয়ার পরই তাঁর বিজেপিতে যোগ দেওয়ার কথা।

Advertisement

৪৪ বছরের সুহ্মব্রণ্যম ২০১৮ সালে কর্নাটকে বিধানসভা নির্বাচনে অল ইন্ডিয়া মহিলা এমপাওয়ারমেন্ট পার্টির পক্ষ থেকে মালেশ্বরম আসনে দাঁড়িয়েছিলেন তিনি। ভোটে অবশ্য তিনি পরাজিত হয়েছিলেন। তাঁর দলের লক্ষ্য ছিল, সমাজে মহিলা-পুরুষের মধ্যে, গরিব-ধনীর মধ্যে অসামঞ্জস্য দূর করা। তখন তিনি বলেনছিলেন, ‘‘সমাজে এই অসামঞ্জস্য বেড়েই চলেছে। সিস্টেমের ভিতরে ঢুকে কাউকে এই অসামঞ্জস্য দূরীকরণের দায়িত্ব নিতে হবে। আমিই সেই কাজটা করতে চাই।’’

২০০৬ সালে চেন্নাই থেকে বেঙ্গালুরু চলে আসেন তিনি। তাঁর ঠাকুরদা সর্বপল্লি রাধাকৃষ্ণন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি (১৯৫২-১৯৬২) এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন (১৯৬২-১৯৬৭)।

Advertisement

আরও পড়ুন: আরএসএসের সদর দফতরে যাওয়ার জন্যই কি ‘ভারতরত্ন’ প্রণব? দাবি জেডিএস-এর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement