আমলা নিগ্রহে তদন্তের নির্দেশ

শৈলেনবাবু বলতে থাকেন, ‘‘আমি ভুল করেছি, আমায় মার।’’ রাজেন সিংহের টানাটানিতে তাঁর জামা ছিঁড়ে যায়। সিসি ক্যামেরায় দেখা যায় এসপি বেশ কয়েকবার তাঁকে থাপ্পড় মারছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গুয়াহাটি শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ০৩:০০
Share:

সর্বানন্দ সোনোয়াল।

কোকরাঝাড়ের হোটেলে এক অতিরিক্ত জেলাশাসককে এসপির মারধরের ঘটনার সিসি ক্যামরা ফুটেজ ভাইরাল হওয়ায় নামনি অসমের কমিশনারকে ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। ৯ সেপ্টেম্বর ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানিয়েছে, জেলাশাসক পার্থপ্রতিম মজুমদারের উদ্যোগে হওয়া এক অনুষ্ঠানে মহিলা শিল্পীরা গান গাওয়ার সময় মত্ত হয়ে অভব্যতা করছিলেন অতিরিক্ত জোলাশাসক শৈলেন দত্তদাস। জেলাশাসক ও এসপি রাজেন সিংহ তাঁকে বারবার সংযত হতে বললেও তাঁকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত জেলাশাসক এসপিকে নির্দেশ দেন শৈলেনবাবুকে যেন পার্টি থেকে বের করে দেওয়া হয়। রাজেন সিংহ ও শৈলেনবাবু কটন কলেজের একই হস্টেলে ছিলেন।

Advertisement

শৈলেনবাবু বলতে থাকেন, ‘‘আমি ভুল করেছি, আমায় মার।’’ রাজেন সিংহের টানাটানিতে তাঁর জামা ছিঁড়ে যায়। সিসি ক্যামেরায় দেখা যায় এসপি বেশ কয়েকবার তাঁকে থাপ্পড় মারছেন। গত কাল সেই ফুটেজ ভাইরাল হয়। আমলারা এই ঘটনার প্রতিবাদ জানালেও খোদ শৈলেনবাবু মুখ বন্ধ রেখেছেন। রাজেন সিংহ এ দিন জানান, ওই ঘটনা কটনের হস্টেলের দুই প্রাক্তনীর নিজেদের মধ্যে হওয়া ছোটখাটো ঝামেলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement