Sanjay Raut

Sanjay Raut: ইডি দফতরে ‘নির্ভীক’ সঞ্জয় রাউত, আর্থিক তছরুপের মামলায় হাজিরা শিবসেনা নেতার

আর্থিক তছরুপের মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তিনি বলেছেন, ‘‘আমি নির্ভীক ব্যক্তি, জীবনে কোনও অন্যায় করিনি।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৪:২১
Share:

ফাইল চিত্র।

‘ভয়’ পাননি তিনি। আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দফতরে হাজিরা দিয়ে এ হেন মন্তব্যই করলেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত।

Advertisement

রাউত বলেছেন, ‘‘আমি নির্ভীক ব্যক্তি। কারণ জীবনে কোনও অন্যায় করিনি... এই মুহূর্তে মনে হচ্ছে আমি নিরপেক্ষ সংস্থার কাছে যাচ্ছি। ওদের পুরোপুরি বিশ্বাস করি।’’ ইডি দফতরে যাওয়ার আগে সংবাদমাধ্যমে শিবসেনার সাংসদ বলেছেন, ‘‘ইডি দফতরে যাচ্ছি। সকলেই জানেন, এটা পুরো রাজনৈতিক। ওরা তলব করেছে। আমি এক জন নাগরিক যেমন, তেমনই সাংসদও...।’’

Advertisement

উল্লেখ্য, মহারাষ্ট্রে উদ্ধব সরকারের সঙ্কটের মুহূর্তেই তলব করা হয় রাউতকে। যা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইডির তলবকে আগে ‘ষড়যন্ত্র’ বলে বর্ণনা করেছেন রাউত। তদন্তকারী সংস্থার তলবের পর টুইটারে শিবসেনার ওই নেতা লিখেছিলেন, ‘ইডি আমায় তলব করেছে। এটা ভাল... আমরা বালাসাহেবের শিবসৈনিক। আমরা বড় লড়াই লড়ছি। আমাকে রোখার জন্য চক্রান্ত করা হয়েছে। আমার মাথা কেটে নিলেও গুয়াহাটির পথে যাব না। গ্রেফতার করুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement