Samajwadi Party

খুনের চেষ্টার অভিযোগ, উত্তরপ্রদেশ পুলিশের এফআইআর সমাজবাদী পার্টির বিধায়কের বিরুদ্ধে

বরেলী জেলার বহেরী কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছে বলে সোমবার সমাজবাদী পার্টির তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৬
Share:

সমাজবাদী পার্টির বিধায়ক আতাউর রহমান ফাইল চিত্র।

খুনের উদ্দেশ্যে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উত্তরপ্রদেশের বরেলীতে পুলিশ মামলা দায়ের করল সমাজবাদী পার্টির বিধায়ক আতাউর রহমান-সহ চার জনের বিরুদ্ধে। ঘটনার জেরে সোমবার উত্তেজনা সৃষ্টি হয়েছে বরেলীতে।

Advertisement

বরেলী রেঞ্জের ডিআইজি অখিলেশ কুমার চৌরাসিয়া সোমবার বলেন, ‘‘আক্রান্ত আনিস খানের অভিযোগের ভিত্তিতে বিধায়ক আতাউর রহমান এবং তাঁর তিন সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের উদ্দেশ্যে হামলা) ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।’’

পুলিশ সূত্রের খবর, আনিসের পরিবারের সঙ্গে বেশ কিছু দিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল আতাউরের। তারই জেরে এই হামলা। অন্য দিকে, বরেলী জেলার বহেরী কেন্দ্রের বিধায়কের বিরুদ্ধে যোগী আদিত্যনাথ সরকারের পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা করেছে বলে সোমবার সমাজবাদী পার্টির তরফে পাল্টা অভিযোগ তোলা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement