ঘটনার দিন সলমন খানই গাড়ি চালাচ্ছিলেন, এটা ধরে নিয়ে দায়রা আদালত ভুল করেছে বলে বম্বে হাইকোর্টে জানালেন অভিনেতার আইনজীবী। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলায় সলমনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দায়রা আদালত। তার বিরোধিতা করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সলমন। বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। সলমনের আইনজীবীর আরও দাবি, এটাও প্রমাণিত হয়নি যে, দুর্ঘটনার আগে সলমন মদ্য পান করেছিলেন।