কৃষ্ণসার মামলা

সলমনের আর্জি খারিজ

কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ সাক্ষীর জবানবন্দি ফের খতিয়ে দেখতে তাঁদের আদালতে সমন পাঠানোর আবেদন জানিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। আজ সলমনের সেই আবেদনই খারিজ করে দিল জোধপুরের দায়রা আদালত। সলমনের আইনজীবী এইচ এম সরস্বত জানিয়েছেন, কীসের ভিত্তিতে আবেদন খারিজ হল, আদালতের বিশদ নির্দেশ মিললে তবেই তা বোঝা যাবে।

Advertisement

সংবাদ সংস্থা

জোধপুর শেষ আপডেট: ১৫ মে ২০১৫ ০২:৪২
Share:

কৃষ্ণসার হত্যা মামলায় পাঁচ সাক্ষীর জবানবন্দি ফের খতিয়ে দেখতে তাঁদের আদালতে সমন পাঠানোর আবেদন জানিয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। আজ সলমনের সেই আবেদনই খারিজ করে দিল জোধপুরের দায়রা আদালত। সলমনের আইনজীবী এইচ এম সরস্বত জানিয়েছেন, কীসের ভিত্তিতে আবেদন খারিজ হল, আদালতের বিশদ নির্দেশ মিললে তবেই তা বোঝা যাবে। তবে এর পরেও তাঁদের কাছে হাইকোর্টের দরজা খোলা আছে বলে জানিয়েছেন তিনি। ১৯৯৮ সালে একটি সিনেমার শ্যুটিং চলাকালীন জোধপুরের কাছে একটি গ্রামে দু’-দু’টি কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সলমন ও তাঁর কিছু সহ-অভিনেতার বিরুদ্ধে। জানা যায়, শিকারে তাঁরা যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিলেন তার লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement