ফাইল চিত্র।
গুরুতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠল ভারতীয় নৌসেনার চার নাবিকের বিরুদ্ধে। নির্দেশ না মানায় বকাবকি করায় নৌসেনার এক অফিসারের উপর ঝাঁপিয়ে পরে একের পর এক চড়-থপ্পর চালালেন আইএনএস সন্ধ্যায়কের চার নাবিক। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে ওড়িশার পারাদ্বীপে। শৃঙ্খলা ভেঙে অফিসারকে মারধর করার অভিযোগে ওই চারজনকেই সার্ভে শিপ আইএনএস সন্ধ্যায়ক থেকে বের করে দেওয়া হয়েছে।
নৌসেনার এই জাহাজটি মূলত সমুদ্রে সমীক্ষা চালিয়ে সামুদ্রিক তথা ভূপ্রাকৃতিক তথ্য জোগাড় করে। ঘটনার দিন ওড়িশার পারাদ্বীপে কাজ করছিল সার্ভে শিপটি। তখনই দায়িত্বে থাকা ওই অফিসার অভিযুক্তদের কিছু সার্ভে মোটর নৌকা জাহাজে তুলতে বলেন। অভিযোগ, অফিসারের সেই নির্দেশ অমান্য করেন তাঁরা। এর পর ওই অফিসার তাঁদের এক লাইনে দাঁড় করান। নির্দেশ অমান্য করার জন্য তাঁদের বকাবকি করছিলেন তিনি। তখনই অভিযুক্তদের একজন তাঁকে চড় মারতে শুরু করেন। তাঁকে দেখে বাকি তিন নাবিকও অফিসারের উপরে চড়াও হন বলে অভিযোগ। জাহাজের নিরাপত্তারক্ষীরাও তাঁদের থামাতে ব্যর্থ হন। শেষে নিরাপত্তারক্ষীদের থেকে খবর পেয়ে নৌসেনার একটি হেলিকপ্টার গিয়ে ওই অফিসারকে উদ্ধার করে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: আমেরিকায় গুরুতর অসুস্থ কলকাতার ছাত্র, পাশে সুষমা