প্রতিবাদের বার্তা সাদফের

লখনউয়ের হজরতগঞ্জ জেলে সাদফের সঙ্গে দেখা করেছেন তাঁর বন্ধু, আইনজীবী ও কংগ্রেস নেতারা।

Advertisement

সংবাদ সংস্থা

লখনউ শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০২:১০
Share:

সাদফ জাফর।

তিনি জামিন না পেলেও নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হওয়া উচিত নয় বলে বার্তা দিলেন সমাজকর্মী ও অভিনেত্রী সাদফ জাফর।

Advertisement

১৯ ডিসেম্বর লখনউতে প্রতিবাদের সময়ে সাদফকে গ্রেফতার করা হয়। তখন তাঁকে পুরুষ পুলিশকর্মীরা মারধর করেন বলেও অভিযোগ। লখনউয়ের হজরতগঞ্জ জেলে সাদফের সঙ্গে দেখা করেছেন তাঁর বন্ধু, আইনজীবী ও কংগ্রেস নেতারা। তাঁদের মাধ্যমেই ওই বার্তা দিয়েছেন সাদফ। সাদফ-সহ ৩৪ জন বিক্ষোভকারীর বিরুদ্ধে হজরতগঞ্জ থানায় খুনের চেষ্টা-সহ নানা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর আইনজীবীদের মতে, ওই অভিযোগের পুরোটাই ভুয়ো। সাদফের আইনজীবী ও কংগ্রেস নেতা প্রদীপ সিংহের বক্তব্য, ‘‘ওঁর বাঁ চোখ, ডান হাত ও ঘাড়ে ক্ষতচিহ্ন রয়েছে। পুরুষ পুলিশকর্মীরা ওঁর উপরে অত্যাচার করেছেন। শনাক্তকরণ এড়ানোর জন্য ওই পুলিশকর্মীরা নেমপ্লেট খুলে ফেলেছিলেন।’’

অন্য দিকে উত্তরপ্রদেশে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভের সময়ে পুলিশের বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘন’-এর অভিযোগ নিয়ে আজ নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement