Rupee

Rupee: আবার টাকার দামে পতন নজির গড়ল, ডলারের নিরিখে দাম সর্বনিম্ন ৭৮.৮৬

বিশ্ব বাজারে তেলের দাম বেড়েছে। তার প্রভাবেই ডলারের নিরিখে টাকার দামে রেকর্ড পতন হয়েছে। পতন শেয়ার সূচক সেনসেক্স এবং নিফটিতেও।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০২২ ১৪:৪৬
Share:

রেকর্ড পতন টাকার দামের।

জোর ধাক্কা খেল টাকা। এদিন বাজার খুলতেই ডলারের নিরিখে টাকার দাম দাঁড়াল সর্বনিম্ন। এক মার্কিন ডলারের দাম হল ৭৮.৮৬ টাকা। জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

Advertisement

মঙ্গলবার যখন শেয়ার বাজার বন্ধ হয়, তখন ডলারের নিরিখে টাকার দাম ছিল ৭৮.৭৭। আজ তা আরও কমল। আর তার সঙ্গেই পতন হল শেয়ার সূচক সেনসেক্সের। বুধবার ৪৩৫.২২ পয়েন্ট কমে তা দাঁড়াল ৫২,৭৪২.২৩। পতন হয়েছে ০.৮২ শতাংশ। নিফটির ১৩২.০৫ পয়েন্ট পতন হয়েছে। এখন তা দাঁড়িয়েছে ১৫,৭১৮.১৫। শতকরা হার ০.৮৩।

রাজার বিশেষজ্ঞ অনুজ চৌধুরীর মতে, বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। দেশে সেনসেক্সেরও পতন হয়েছে। সে কারণে পড়েছে টাকার দাম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement