নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।
রাজস্থানের ভোট-সভায় আজও রাম-নাম করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু তাঁর সেনাপতি অমিত শাহ বলছেন, জানুয়ারির আগে রামমন্দির নির্মাণ নিয়ে কোনও আইন আসবে না। অমিতের মত ‘বদলাতে’ এ বারে শক্তি দেখাতে চাইছে সঙ্ঘ পরিবার।
দিল্লিতে আজ সাংবাদিক বৈঠক করে বিশ্ব হিন্দু পরিষদ নেতা সুরেন্দ্র জৈন জানান, রামমন্দিরের দাবিতে ৯ ডিসেম্বর দিল্লির রামলীলা ময়দানে তাঁদের সভায় আসছেন সঙ্ঘের ‘নম্বর-টু’ ভাইয়াজি জোশী। কিন্তু অমিত শাহ তো বলেছেন, জানুয়ারিতে সুপ্রিম কোর্টের অবস্থান না দেখে সরকার কোনও পদক্ষেপ করবে না! সুরেন্দ্রর বক্তব্য, রবিবার দিল্লি পুরো স্তব্ধ হবে। তার পরে অনেকের ভাবনাই বদলাবে।
সংসদের শীতকালীন অধিবেশনেই আইন এনে মন্দির তৈরির দাবি তোলেন তিনি।
পরিষদ দাবি করেছে, আইন নিয়ে রাহুলের দল যাতে বিরোধ করতে না পারে, সে জন্য কংগ্রেসের নেতাদের সঙ্গেও কথা হচ্ছে। তবে জোধপুরে আজ রাহুল গাঁধীকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘নামদারের মায়ের রিমোট কন্ট্রোলের সরকার যখন চলত, সে সময় শীর্ষ আদালতে লিখিত ভাবে জানানো হয়েছিল, ভগবান রামের কোনও প্রমাণ নেই। রাম কাল্পনিক চরিত্র। এখন সেই নামদার আমায় জিজ্ঞাসা করছেন, মোদীর হিন্দুত্বের জ্ঞান আছে কি না?’’