ভারতের রাষ্ট্র ব্যবস্থা পুনঃস্থাপিত করার ডাক দিলেন আরএসএসের সাধারণ সম্পাদক সুরেশ ভাইয়াজি জোশী। আর এই লক্ষ্যে পৌঁছতে সমাজের সর্বস্তরের সমান অংশ গ্রহণের পক্ষেও সওয়াল করেন তিনি।
বুধবার কলকাতায় দীনদয়াল উপাধ্যায়ের জন্ম শতবার্ষিকী উপলক্ষে একাত্ম মানবদর্শন বলছিলেন তিনি। সেখানেই ভাইয়াজি ভারতে চলে আসা ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার অনুকরণে গঠিত পদ্ধতি বদলের ডাক দেন। আরএসএসের দু’নম্বর নেতার মতে, ১৯৪৭ সালে ভারতের সামনে সুযোগ এসেছিল। হাজার বছরের গোলামি কাটিয়ে দেশ যখন স্বাধীন হল তখনই ‘সনাতন ভারতীয়’ ব্যবস্থার প্রবর্তন করা উচিৎ ছিল। কিন্তু সে সময়ের শাসকরা নিজেরাই ছিলেন পশ্চিমী শিক্ষায় শিক্ষিত এবং প্রভাবিত। ফলে পশ্চিমী আদলেই রাষ্ট্রব্যবস্থা গঠিত হয়েছে। এর ফলে সমাজের ভেদাভেদ, তাকে কেন্দ্র করে লড়াই, হিংসা, মারামারি এখনও যায়নি। ‘ভারতীয় পরম্পরা’ মেনে সমাজ গঠিত হলে দেশের পরিস্থিতি এমন হত না।
এর পরেই ভাইয়াজি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে ফের ব্যবস্থা পরিবর্তনের উপযুক্ত সময় এসেছে। সর্বপ্রকার ব্যবস্থা পুনঃস্থাপিত করার সময় এসেছে। শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, যোজনা নীতি এবং রাজনীতিকে বদলাতে হবে। আর এই কাজে দেশের বৈচিত্র্যের মধ্যে যে সাংস্কৃতিক ঐক্যের সুর আছে সেটাই বজায় রাখতে হবে।’’ আরএসএস নেতা অবশ্য এও বলেন, ‘‘কোনও একটি রাজনৈতিক দলই যে এই কাজে সহায়ক হবে তা নয়। দেশের সব রাজনৈতিক দলই যাতে ‘ভারতীয়’ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, সেই পরিস্থিতি তৈরির কাজই সঙ্ঘ করে যাচ্ছে।’’ অনুষ্ঠানে হাজির ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়ের বক্তব্য, ‘‘কোনও কোনও দল আছে যাদের দর্শন একটি পরিবার কেন্দ্রিক। কোনও দলের দর্শন অচল হয়ে গিয়েছে। এখন একাত্ম মানবদর্শনই প্রাসঙ্গিক। সেই সূত্রেই নরেন্দ্র মোদী দাভোসে গিয়ে লগ্লি আহ্বান করছেন। দীনদয়ালবাদে কোথাও বিদেশি পুঁজি আহ্বান করা যাবে না এ কথা বলা নেই। বরং সেখানে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তনের কথায় বলা হয়েছে।’’