নকভির বাড়ি সঙ্ঘ নেতারা

কৃষ্ণগোপাল, রামলালের মতো সঙ্ঘের নেতাদের পাশাপাশি মেহমুদ মাদানি, শাহিদ সিদ্দিকি, কমাল ফারুকি, নির্দেশক মুজফ্ফর আলির মতো মুসলিম প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৯ ০২:৫০
Share:

ছবি: সংগৃহীত।

অযোধ্যা মামলার রায় ঘোষণার আগে আরএসএস আজ বৈঠকে বসল মুসলিম সমাজের প্রতিনিধিদের সঙ্গে। নিজের বাড়িতে ওই বৈঠকের আয়োজন করেন নরেন্দ্র মোদী সরকারের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি। বৈঠকের পর দুই পক্ষই শান্তিরক্ষার আবেদন জানিয়েছে। গুজব ও ভুয়ো খবরের মোকাবিলায় উভয়েই সদর্থক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে।

Advertisement

কৃষ্ণগোপাল, রামলালের মতো সঙ্ঘের নেতাদের পাশাপাশি মেহমুদ মাদানি, শাহিদ সিদ্দিকি, কমাল ফারুকি, নির্দেশক মুজফ্ফর আলির মতো মুসলিম প্রতিনিধিরাও বৈঠকে ছিলেন। পরে নকভি জানান, বৈঠকে সকলেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐক্যকে আরও শক্তিশালী করার কথা বলেছেন। রায় পক্ষে গেলে কেউ যেন উচ্ছ্বাসে ভেসে না-যান, অথবা বিপক্ষে গেলেও কেউ যেন হাহাকার না করেন। সঙ্ঘের বক্তব্য, রায় যার পক্ষেই যাক, সকলকে তা মুক্ত মনে মেনে নিতে হবে। সংখ্যালঘু প্রতিনিধিরাও জানান, যে কোনও গুজব নিয়ন্ত্রণে তাঁরা সক্রিয় ভূমিকা নেবেন। দরগাতেও নির্দেশিকা জারি হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement