নিজস্ব চিত্র
গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে উদ্ধার করা হল ২৫ পুরনো স্মার্ট ফোন। যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা। ঘটনায় আটক করা হয়েছে দু’জনকে। তাদের তুলে দেওয়া হয়েছে সাহেবগঞ্জ জিআরপি-র হাতে।
রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ০৫৪১২ সাহেবগঞ্জ-বড়হারোয়া প্যাসেঞ্জার ট্রেনে তল্লাশি চালাচ্ছিল তারা। সেই সময় ওই দু’জনের ব্যাগ থেকে এই ২৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার পর ফোনের কাগজপত্র দেখতে চাইলে ওই দু’জন সে সব কিছুই দেখাতে পারেনি। পরে তাদের নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তারা জানায়, ওই ফোনগুলি আসলে চুরি করা। বিভিন্ন জায়গা থেকে কিনে সেগুলি ফের বাজারে বিক্রির জন্য কালিয়াচকে নিয়ে যাচ্ছিল তারা। সেই সময়েই ধরা পড়ে যায়।
আরপিএপ জানিয়েছে, ওই ফোনগুলির আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। সমস্ত চোরাই মাল-সহ আটক দু’জনকে সাহেবগঞ্জ জিআরপি-র হাতে তুলে দিয়েছে আরপিএফ।