বাবার জন্যই স্ত্রীকে ফেরান রোহিত!

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর ২০১৪ সালে এন ডি তিওয়ারির কাছ থেকে তাঁর ছেলে হওয়ার স্বীকৃতি আদায় করেছিলেন রোহিত শেখর তিওয়ারি।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৯ ০২:৩০
Share:

প্রয়াত কংগ্রেস নেতা এন ডি তিওয়ারির পুত্রবধূ অপূর্বা শুক্লা তিওয়ারি। ইনসেটে, তাঁর স্বামী রোহিত। —ফাইল চিত্র।

২০১৮ সালে বিয়ের মাত্র কয়েক দিনের মাথাতেই দাম্পত্য কলহের জেরে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল অপূর্বা শুক্ল এবং রোহিত শেখর তিওয়ারির। রোহিত থাকতেন দিল্লির ডিফেন্স কলোনির বাড়িতে আর অপূর্বা ইনদওরে, নিজের বাড়িতে। তবে মৃত্যুর আগে শেষ ক’টা দিন বাবাকে (উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী নারায়ণ দত্ত তিওয়ারি) পারিবারিক অশান্তির মধ্যে না ফেলতে চেয়েই স্ত্রীর সঙ্গে মিটমাটের পথে হেঁটেছিলেন রোহিত। এমনটাই দাবি করেছেন রোহিতের মা উজ্জ্বলা। জেরায় রোহিতকে খুনের স্বীকারের পর গত ২৪ এপ্রিল অপূর্বাকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। শুক্রবার তাকে ১৪ দিনের বিচারভাগীয় হেফাজতে পাঠিয়েছে দিল্লির এক আদালত।

Advertisement

দীর্ঘ সাত বছরের আইনি লড়াইয়ের পর ২০১৪ সালে এন ডি তিওয়ারির কাছ থেকে তাঁর ছেলে হওয়ার স্বীকৃতি আদায় করেছিলেন রোহিত শেখর তিওয়ারি। দীর্ঘ অসুস্থতার পর গত বছর অক্টোবরে মারা যান এন ডি তিওয়ারি। উজ্জ্বলার কথায়, ‘‘রোহিত বলত, এমনিতেই আমাদের পরিবার নানা বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছে। এখন যদি আমি স্ত্রীর সঙ্গে আলাদা হয়ে যাই, তা হলে আরও বিতর্ক বাড়বে।’’ গত বছর এপ্রিলে বিয়ে হয় তাঁদের। তবে মে মাসেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। সে সময়ে রোহিতকে দু’টি আইনি নোটিসও পাঠিয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্বা। তবে বাবার কথা ভেবেই অপূর্বার সঙ্গে মিটমাট করে নেন রোহিত বলে জানান উজ্জ্বলা। তাঁর কথায়, ‘‘রোহিত আমাকে বলেছিল, জুন অবধি সময় দেওয়া যাক, সে (অপূর্বা) নিজেকে শুধরেও তো নিতে পারে!

তদন্তকারীরা জানিয়েছিলেন, ১৫ এপ্রিল রাতে কাঠগোদাম থেকে ভোট দিয়ে ফেরার পথে এক আত্মীয়ার সঙ্গে মদ্যপান করা নিয়ে রোহিতের সঙ্গে চরম বচসা বাধে অপূর্বার।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এর পরেই অপূর্বা রাগের বশে শ্বাসরোধ করে রোহিতকে হত্যা করে বলে দাবি তদন্তকারীদের। সেই প্রসঙ্গে উজ্জ্বলার বক্তব্য, ‘‘নানা গল্প বানিয়ে রোহিতের ভাবমূর্তি নষ্টের

চেষ্টা চালাচ্ছে অপূর্বা। সে এক জন শিক্ষিত এবং আধুনিক মহিলা। পরিবারের মধ্যে এক গ্লাস থেকে পান করা কি অপরাধ? রোহিত এবং তাঁর ভাইয়ের বউ (যাঁকে ঘিরে ঝামেলা হয়) ছাড়াও গাড়িতে অনেকেই উপস্থিত ছিলেন সে দিন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement