‘সরকারকে বলুন শবরীমালা মামলায় রায় পড়ে নিতে’

বিচারপতি নরিম্যানের এই ক্ষোভে ফেটে পড়ার কারণ— কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের বিরুদ্ধে ইডি-র পদক্ষেপ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৯ ০২:০৩
Share:

ছবি: সংগৃহীত।

শবরীমালা নিয়ে প্রধান বিচারপতি-সহ তিন জনের রায়ের থেকে ভিন্ন রায় দিয়েছিলেন বিচারপতি রোহিংটন নরিম্যান। সেই বিচারপতি নরিম্যান আজ কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে বললেন, ‘‘আপনার সরকারকে বলবেন, গত কাল শবরীমালা মামলায় ভিন্ন মতের রায় পড়ে দেখতে। খুবই গুরুত্বপূর্ণ। আপনার সরকার ও কর্তৃপক্ষকে বলবেন এই রায় পড়তে। আমাদের রায় খেলা করার বস্তু নয়।’’

Advertisement

বিচারপতি নরিম্যানের এই ক্ষোভে ফেটে পড়ার কারণ— কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের বিরুদ্ধে ইডি-র পদক্ষেপ। শিবকুমারের জামিন খারিজ করতে সুপ্রিম কোর্টে গিয়েছে ইডি। ২০১৭-তে বিচারপতি রোহিংটন নরিম্যানের বেঞ্চ আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের ৪৫ নম্বর ধারা খারিজ করে দিয়েছিল। যুক্তি ছিল, এই ধারা মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করছে। কিন্তু ইডি শিবকুমারের বিরুদ্ধে সেই ধারাই প্রয়োগ করেছে। তা দেখে বিচারপতি নরিম্যান বলেন, ‘‘দেশের মানুষের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। আপনি শবরীমালার ভিন্ন মতের রায় পড়ুন। খুবই গুরুত্বপূর্ণ। আপনার মতো ব্যক্তিকেই অফিসারদের শেখাতে হবে, নির্দেশ দিতে হবে যে আমাদের রায় খেলা করার বস্তু নয়।’’

শিবকুমারের জামিন খারিজের আবেদনের ভাষা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি নরিম্যান। তিনি বলেন, ‘‘এই আবেদন দেখে মনে হচ্ছে, পি চিদম্বরমের বিরুদ্ধে করা আবেদন থেকেই বাক্যগুলো তুলে নিয়ে এখানে বসিয়ে দেওয়া হয়েছে ( কাট, কপি, পেস্ট)। শিবকুমারকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলে উল্লেখ করা হয়েছে।’’

Advertisement

আরও পড়ুন: বিজেপি সরকারে আছে বলেই সুপ্রিম কোর্ট থেকে আমাদের অনুকূলে রায়, বললেন দলীয় সাংসদ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement