ধৃত আরকে অরোরা এবং নয়ডার সেই বহুতল।
ভেঙে ফেলা হয়েছিল ১০ মাস আগেই। এ বার নয়ডার সেই বেআইনি জোড়া ইমারত এমারেল্ড কোর্টের প্রোমোটারকে আরকে অরোরাকে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
নয়ডার ৩২ তলা টাওয়ার দু’টির বেআইনি নির্মাণ নিয়ে আপত্তি তুলেছিলেন নয়ডার বাসিন্দারা। মামলা গড়িয়েছিল আদালতে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে গত বছরের ২৮ অগস্ট বিস্ফোরক দিয়ে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেওয়া হয় এমারেল্ড কোর্টের যমজ ইমারত অ্যাপেক্স এবং সেয়ান-কে।
নির্মাণকারী সংস্থা সুপারটেকের কর্ণদার অরোরা অবশ্য গোড়া থেকেই দাবি করেছিলেন, নির্মাণে কোনও আইনি ত্রুটি ছিল না। পুরোপুরি আইন মেনেই যমজ অট্টালিকা বানানো হয়েছিল। বদল ঘটানো হয়নি প্ল্যানিংয়েও। ইডি সূত্রের খবর, বিভিন্ন নির্মাণের কাজে যুক্ত সুপারটেকের কর্ণধার অরোরার বিরুদ্ধে উত্তরপ্রদেশ, দিল্লি এবং হরিয়ানায় ২০টিরও বেশি বেআইনি অর্থ লেনদেন সংক্রান্ত এফআইআর দায়ের করা হয়েছিল। তারই জেরে এই পদক্ষেপ।