National News

আপনি কি পাবলিক ওয়াই-ফাই ব্যবহার করছেন? সতর্ক হোন

রেলস্টেশন বা বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা এই ওয়্যারলেস পরিষেবার সুযোগ নিয়ে ব্রাউজিং করছেন। এমন দৃশ্য খুব একটা অপরিচিত নয় সাম্প্রতিক কালে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ১১:৫৫
Share:

ওয়াই-ফাই।

আপনি কি রেলস্টেশন, এয়ারপোর্ট বা শপিং মলের ওয়াই-ফাই ব্যবহার করে ইন্টারনেট করছেন? তা হলে এখনই সতর্ক হয়ে যান। কারণ এই ওয়্যারলেস পরিষেবার মধ্য দিয়েই আপনি সাইবার হামলার শিকার হতে পারেন! হ্যাঁ, এমন সতর্কবার্তাই দিচ্ছে ইন্ডিয়ান কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম (সিইআরটি বা সার্ট-আইএন)।

Advertisement

আরও পড়ুন: দেখা করতে এলেন মা, কান্নায় ভেঙে পড়লেন জেলবন্দি হানিপ্রীত

ডিজিটাল ইন্ডিয়ায় বিনামূল্যে মানুষকে ইন্টারনেট পরিষেবা দিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এখন ওয়াই-ফাই লাগানো হচ্ছে। রেলস্টেশন বা বিমানবন্দরে অপেক্ষারত যাত্রীরা এই ওয়্যারলেস পরিষেবার সুযোগ নিয়ে ব্রাউজিং করছেন। এমন দৃশ্য খুব একটা অপরিচিত নয় সাম্প্রতিক কালে। সার্ট বলছে, সাধারণ মানুষের জন্য সেই ওয়াই-ফাই ব্যবহার না করাই ভাল। কারণ এটাকে হাতিয়ার করে হ্যাকাররা আপনার মোবাইলের সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে। পাসওয়ার্ড, ফোন নম্বর, চ্যাট মেসেজ, ই-মেল, ডেবিট বা ক্রেডিট কার্ড নম্বরের মতো গুরুত্বপূর্ণ তথ্যগুলো এক মুহূর্তে হ্যাকারদের হাতে চলে যাবে। আর আপনি টেরও পাবেন না! সার্ট তাই পরামর্শ দিচ্ছে, ওয়াই-ফাই নয়, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) এবং ওয়্যারড নেটওয়ার্ক ব্যবহার করুন।

Advertisement

আরও পড়ুন: বিরোধীদের জবাব দিলেন আদিত্যনাথ

চেন্নাইয়ের একটি সাইবার সিকিউরিটি সংস্থা সাইবার সিকিউরিটি ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা রাম স্বরূপ জানান, এটা তখনই সম্ভব যখন হ্যাকাররা ওয়াই-ফাই ডিভাইসের রেঞ্জের মধ্যে থাকবে। যখন আপনার ডিভাইস আর রাউটারের মধ্যে সংযোগ স্থাপন হবে, সেই সুযোগটাকেই কাজে লাগাতে পারে হ্যাকাররা। ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে সাধারণত ওয়াই-ফাই প্রটেকটেড অ্যাকসেস অথবা ওয়াই-ফাই প্রটেকটেড অ্যাকসেস ২ এনক্রিপশন ব্যবহৃত হয়। সমীক্ষা বলছে, অ্যান্ড্রয়েড, আইওএস, লিনাক্স, ম্যাকোস এবং উইন্ডোজ ডিভাইসে এই ধরনের হানার সম্ভাবনা প্রবল। এ ধরনের সাইবার হানাকে ‘কি রিইনস্টলেশন অ্যাটাক (ক্র্যাক) বলা হয়।

মাইক্রোসফট ইতিমধ্যেই এ বিষয়ে কাজ শুরু করে দিয়েছে। গুগ্‌ল ও অ্যাপল-ও বিষয়টি নজরে রেখেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement