DA

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর! মহার্ঘ ভাতা বেড়ে হল ৩৮ শতাংশ

গত মার্চ মাসেই কেন্দ্র ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল। তা গত ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এ বার ৪ শতাংশ বেড়েছে। ফলে চলতি অর্থবর্ষে মোট ৭ শতাংশ ডিএ বাড়ল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ২২:৪৭
Share:

মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হল। —প্রতীকী ছবি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর। আবারও বাড়ল মহার্ঘ ভাতা (ডিএ)। কেন্দ্রীয় সরকারের কর্মীদের এই মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করা হল। মূল বেতন (বেসিক পে)-এর ৩৮ শতাংশ হারে ওই ভাতা দেওয়া হবে। সোমবার জানানো হয়েছে, ২০২২ সালের ১ জুলাই থেকে কার্যকর করা হচ্ছে।

Advertisement

প্রসঙ্গত, গত মার্চ মাসেই কেন্দ্র ৩ শতাংশ হারে ডিএ বাড়িয়েছিল। তা গত ১ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। এ বার ৪ শতাংশ বেড়েছে। ফলে চলতি অর্থবর্ষে মোট ৭ শতাংশ ডিএ বাড়ল। এর ফলে উপকৃত হচ্ছেন প্রায় ৪৭.৬৮ লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী।

ডিএ-র হিসাব হয় মূল (বেসিক) বেতনের উপরে। যদি কোনও সরকারি কর্মচারীর মূল বেতন হয় ৩৫ হাজার টাকা, তবে তার উপরে ৩৪ শতাংশ হারে এখন ডিএ মেলে ১১ হাজার ৯০০ টাকা। এ বার সেটা ৩৮ শতাংশ হওয়ার পর মোট মহার্ঘ ভাতা বাবদ প্রাপ্য হবে ১৩ হাজার ৩০০ টাকা। ফলে মোট রোজগার বাড়বে ১ হাজার ৪০০ টাকা। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়তে পারেন রাজ্য সরকারের কর্মীরা। এখন আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্যে ৩১ শতাংশ ডিএ বকেয়া রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement