Uttar Pradesh

বাবরি মামলার রায় দানকারী অবসরপ্রাপ্ত সেই বিচারককে উপ-লোকায়ুক্ত করল উত্তরপ্রদেশ

মঙ্গলবার রাজ্যপাল এবং লোকায়ুক্তের সামনে তৃতীয় উপ-লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ১৩:৫১
Share:

শপথগ্রহণ চলছে।

উত্তরপ্রদেশের তৃতীয় উপ-লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন বিশেষ সিবিআই আদালতের অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্রকুমার যাদব। মঙ্গলবার রাজ্যপাল এবং লোকায়ুক্তের সামনে তৃতীয় উপ-লোকায়ুক্ত হিসাবে শপথ নিলেন তিনি। বিশেষ সিবিআই আদালতের বিচারক থাকাকালীন বাবরি মসজিদ ধ্বংস মামলায় রায় দিয়েছিলেন তিনি।

Advertisement

লোকায়ুক্ত বা উপ-লোকায়ুক্ত পদমর্যাদার কোনও ব্যক্তি কী দেখবেন? সরকারি সূত্রের খবর, মন্ত্রী, জনপ্রতিনিধি এবং সরকারের উচ্চ পদে আসীন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার তদন্ত করবেন।

এ নিয়ে তিনজন উপ-লোকায়ুক্ত নিযুক্ত হলেন উত্তরপ্রদেশে। অবসরপ্রাপ্ত বিচারক সুরেন্দ্রকুমার ছাড়া অন্য দুই উপ-লোকায়ুক্ত হলেন শম্ভুসিংহ যাদব এবং দীনেশকুমার সিংহ। ২০১৬ সালে শম্ভুকে এবং ২০২০ সালে দীনেশকে এই পদে নিযুক্ত করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement