‘পাকিস্তান ওয়ালি গলি’র বাসিন্দারা। ছবি: সংগৃহীত।
এ যেন নিজভূমে পরবাসী! চাকরি নেই, সাধারণ সুযোগসুবিধাও মিলছে না। এ দেশে থাকলেও তাঁদের যেন আলাদা করে রাখা হয়েছে। পাকিস্তানের নাম যে জড়িয়ে রয়েছে তাঁদের এলাকার সঙ্গে। অতএব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সেই এলাকারই নামবদলের আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এক চিলতে ওই এলাকাটি ‘পাকিস্তান ওয়ালি গলি’ নামেই পরিচিত। দেশভাগের সময় পাকিস্তান থেকে সেখানে এসে বসতি গড়েন কয়েক জন। তার পর থেকেই এলাকাটি ওই নামে পরিচিতি পায়। তবে সেখানকার ৬০-৭০ ঘর বাসিন্দাদের অভিযোগ, ওই নামের জন্যই দুর্দশা বেড়েছে তাঁদের। সে কারণেই নিজেদের দেশে থেকেও যাবতীয় বৈষম্যের শিকার হচ্ছেন। এক বাসিন্দার কথায়, “আমরা ভারতীয়। বহু দিন আগে মাত্র চার জন পূর্বপুরুষ পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। কিন্তু এখনও আমাদের আধার কার্ডে ‘পাকিস্তান ওয়ালি গলি’ লেখা রয়েছে।” তাঁর প্রশ্ন, “এ দেশের নাগরিক হওয়া সত্ত্বেও পাকিস্তানের নামে আমাদের আলাদা করে রাখা হয়েছে কেন?’’
আলাদা করেই রাখা হয়েছে বটে। সাধারণ সুযোগসুবিধা মেলা তো দূরের কথা, ছেলেমেয়েদের শিক্ষিত করার পরও চাকরি জোগাড় করতে নাভিশ্বাস ওঠছে ‘পাকিস্তান ওয়ালি গলি’র বাসিন্দাদের। সেখানকার এক বাসিন্দা ভূপেশ কুমারের আক্ষেপ, “আধার কার্ড দেখালেওকোন কাজ মেলে না। ছেলেমেয়েদের শিক্ষায় টাকাপয়সা খরচ করেও কাজকর্ম জুটছে না। এ নিয়ে আমরা খুবই চিন্তিত।” ভূপেশ জানিয়েছেন, বিষয়টি নিয়ে এ বার প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন। তাঁর কথায়, “এই কলোনির নামবদল করতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে আমরা অনুরোধ করছি।” এলাকার আর এক বাসিন্দার অভিযোগ, “সকলে এমন ব্যবহার করেন যেন আমরা অন্য দেশ থেকে এসেছি। একটাই কারণ, জায়গাটার নাম ‘পাকিস্তান ওয়ালি গলি’! মোদীজির থেকে অনেক আশা রয়েছে। আমরা নিশ্চিত, তিনি আমাদের কথা বুঝতে পারবেন। এ নিয়ে উদ্যোগী হবেন।”
আরও পড়ুন: খাবার নিয়ে আসছেন অ-হিন্দু, অর্ডার বাতিলের পর অ্যাপ জানাল...
আরও পড়ুন: ‘বাড়ি বাড়ি পিৎজা ডেলিভার করছি নাকি?’ একের পর এক বিল পাশ নিয়ে মোদী সরকারকে কটাক্ষ ডেরেকের
আরও পড়ুন: মামলা তুলে নিতে চাপ, উন্নাও কাণ্ডে সামনে এল আর এক বিজেপি নেতার নাম
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।