Reserve bank of India

নতুন বছরে কেওয়াইসি প্রক্রিয়ায় আবার বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক, জেনে নিন কী করবেন আর কী নয়

এ বার থেকে গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না এসেই তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সে ক্ষেত্রে অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ১৩:১৯
Share:

ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। ফাইল চিত্র।

বৃহস্পতিবার কেওয়াইসি প্রক্রিয়ায় আবার বদল আনল রিজার্ভ ব্যাঙ্ক। এটিকে রুটিন পরিবর্তন হিসেবেই দেখা হচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে খবর, এ বার থেকে গ্রাহকরা ব্যাঙ্কের শাখায় না এসেই তাঁদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সে ক্ষেত্রে অনলাইনে ভিডিয়ো কলের মাধ্যমে গ্রাহকদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Advertisement

রিজার্ভ ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, যে সব গ্রাহক ইতিমধ্যেই তাঁদের কেওয়াইসি ব্যাঙ্কে জমা দিয়েছেন, তাঁদের কেওয়াইসির সঙ্গে স্বীকৃত নথিগুলি মিলিয়ে দেখা হবে। সেখানে কোনও অসঙ্গতি থাকলে গ্রাহকদের নতুন করে কেওয়াইসি জমা দিতে হবে।

তবে গ্রাহকদের কেওয়াইসি সংশোধন করার জন্য বা সেখানে নতুন কোনও তথ্য যুক্ত করার জন্য ব্যাঙ্কের শাখায় আসতে হবে না। অনলাইনেই গ্রাহক তা করতে পারবেন। তবে কোনও গ্রাহকের ঠিকানা পরিবর্তন হলে তিনি এই সুবিধা পাবেন না। গ্রাহকদের শনাক্ত করার পদ্ধতি হিসাবে কেওয়াইসিতে বার বার সংশোধন এবং পরিমার্জন করতে থাকবে ব্যাঙ্কগুলি।

Advertisement

কোনও গ্রাহক ঠিকানা পরিবর্তন করলে, তাঁকে নতুন নথি দিয়ে তা ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানাতে হবে। ব্যাঙ্ক দু’মাসের মধ্যে সেই ঠিকানা যাচাই করবে। গত ডিসেম্বর মাসেই সম্ভাব্য এই পরিবর্তনগুলির কথা বলেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement