প্রতীকী ছবি।
ব্রিটেনের পর, এ দেশেও কি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকাকে কি জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছা়ড়পত্র দেওয়া হতে পারে? এর উত্তর মিলতে পারে আগামী ১ জানুয়ারি। এ নিয়ে বুধবার বৈঠকে বসছে ড্রাগ কন্ট্রোলারের অধীনস্থ সাবজেক্ট এক্সপার্ট কমিটি (এসইসি)। যদিও বৈঠকে টিকা ব্যবহারের সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। এ বিষয়ে কমিটির সদস্যরা শুক্রবার ফের বৈঠক করতে পারেন। সে দিনই স্পষ্ট হতে পারে, এ দেশে জরুরি ভিত্তিতে টিকার অনুমোদিত হবে কি না। সরকারি আধিকারিকদের সূত্রে এমনটাই জানা গিয়েছে।
ভারতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই টিকা উৎপাদনে সহকারীর ভূমিকায় রয়েছে পুণের সিরাম ইনস্টিটিউট। সুত্রের দাবি, ওই বিশেষজ্ঞদের ওই কমিটি কেবলমাত্র সিরাম ইনস্টিটিউটের আবেদনপত্র নিয়েই আলোচনা করবে। ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্টও কেন্দ্রের কাছে জমা দিয়েছে সিরাম। শুক্রবারের বৈঠকে ওই কমিটি ছাড়পত্র দিলে তা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হতে পারে বলে সূত্রের খবর।
কেন্দ্রের ওই পদক্ষেপকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন সিরাম ইনস্টিটিউটের প্রধান আদার পুনাওয়ালা। তিনি বলেন, ‘‘এটা অত্যন্ত আশাব্যঞ্জক খবর। আমরা চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছি।’’ গত বুধবার অক্সফোর্ডের টিকাকে ছাড়পত্র দিয়েছে ব্রিটেন।
আরও পড়ুন: বিতর্কের মুখে শাহিনবাগের বন্দুকবাজকে দলে নিল না বিজেপি
আরও পড়ুন: ১ মাসে ব্রিটেন ফেরত ৩৩০০০, করোনার নয়া স্ট্রেন নিয়ে বাড়ছে উদ্বেগ