Mamata Banerjee

Republic Day 2022: দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, সংবিধান রক্ষার শপথ মুখ্যমন্ত্রীর

দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী। রাজনাথ সিংহ টুইটে দেশবাসীর কাছে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২২ ১০:২৭
Share:

প্রজাতন্ত্র দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী , মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

দেশের ৭৩তম প্রজাতন্ত্র দিবসের সকালে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল সাড়ে সাতটায় প্রধানমন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেল থেকে দেশবাসীকে শুভকামনা জানিয়ে টুইট করেন। সেই সময়ই প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে লেখেন, ‘আসুন আমরা আরও এক বার সংবিধানের বুনিয়াদি কাঠামো রক্ষার শপথ নিই। মুখ্যমন্ত্রী টুইটে বিশেষ জোর দেন, সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো রক্ষার উপর।’

৭৩তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Advertisement

বুধবার সকালে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রীও। তিনি টুইটে দেশবাসীর কাছে গণতন্ত্র ও সংবিধান রক্ষার আহ্বান জানান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement