প্রতীকী ছবি।
সিবিআইয়ের অধিকর্তা বাছতে শুক্রবার বৈঠকে বসতে চলেছে নিয়োগ কমিটি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধীদের মধ্যে সবচেয়ে বড় দল কংগ্রেসের নেতা মল্লিকার্জুন খড়্গে এই কমিটির সদস্য। খড়্গে জানিয়েছেন, গত ২৪ জানুয়ারি নিয়োগ কমিটির বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়নি। সে জন্য ১ ফেব্রুয়ারি সন্ধেয় কমিটির পরের বৈঠক হবে। সিবিআইয়ের শীর্ষ পদে বসানোর জন্য যে নামগুলি সামনে আনা হচ্ছে, তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য আগের বৈঠকেই দাবি তুলেছিলেন খড়্গে।
এরই মধ্যে আগামিকালই সিবিআইয়ের টানাপড়েন নিয়ে সুপ্রিম কোর্টে দু’টি মামলা উঠতে চলেছে। এর একটি সিবিআইয়ের ভারপ্রাপ্ত অধিকর্তা হিসেবে এম নাগেশ্বর রাওয়ের নিয়োগ নিয়ে। সিবিআই অধিকর্তা বাছাইয়ে স্বচ্ছতার অভাবের অভিযোগ এনে মামলা করেছে স্বেচ্ছাসেবী সংস্থা কমন কজ ও আরটিআই কর্মী অঞ্জলি ভরদ্বাজ। কোর্টে অভিযোগ আনা হয়েছে, নিয়োগ কমিটির ছাড়পত্র ছাড়াই পদে বহাল করা হয়েছে রাওকে।
সিবিআই অধিকর্তার পদ থেকে অলোক বর্মাকে সরানোর বিরুদ্ধে অন্য একটি মামলাও আগামিকাল সুপ্রিম কোর্টের ভিন্ন বেঞ্চের সামনে আসতে চলেছে। আইনজীবী এমএল শর্মা এই মামলা করেছেন। দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চলাকালীনই সিবিআইয়ের প্রাক্তন বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানাকে অন্য পদে পাঠানো হল কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। শর্মার মামলাটির শুনানি ছিল আজ। সেখানে তিনি বলেন, রাকেশ আস্থানাকে সিবিআইয়ের শীর্ষ পদে বসানোর চেষ্টা চলছে। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, শর্মার পেশ করা নথি খতিয়ে দেখবে কোর্ট। ওই সব তথ্যের সূত্র কী, তা-ও জানতে চান প্রধান বিচারপতি।