RBI

ব্যাঙ্কের ঋণ দুর্নীতির সঙ্গে কোনও যোগ নেই! সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল আরবিআই

৩,২৫০ কোটির ঋণ প্রতারণাকাণ্ডে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইএ তথা এমডি চন্দা কোছরকে দু’সপ্তাহ আগে গ্রেফতার করেছে সিবিআই। তার আগে ইডির জালে পড়েছেন চন্দার স্বামী স্বামী দীপক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ২২:২১
Share:

ব্যাঙ্কে ঋণ দুর্নীতির দায় অস্বীকার রিজার্ভ ব্যাঙ্কের। ফাইল চিত্র।

সাম্প্রতিক ব্যাঙ্ক দুর্নীতির ঘটনাগুলির সঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) কোনও যোগসূত্র নেই। সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্ত-পর্বের মধ্যেই বুধবার শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এই দাবি করলেন কর্তৃপক্ষ।

Advertisement

৩,২৫০ কোটির ঋণ প্রতারণাকাণ্ডে আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইএ তথা এমডি চন্দা কোছরকে দু’সপ্তাহ আগে গ্রেফতার করেছে সিবিআই। তার আগে ইডির জালে পড়েছেন চন্দার স্বামী দীপক। অভিযোগ, প্রায় এক দশক আগে বেণুগোপাল ধুতের ভিডিয়োকন গোষ্ঠীকে ওই বিপুল পরিমাণ অর্থ বেআইনি ভাবে ঋণ পাইয়ে দিয়েছিলেন তাঁরা। পরবর্তী সময়ে ওই বিপুল ঋণ ব্যাঙ্কটির অনুৎপাদক সম্পদে পরিণত হয়েছিল।

অভিযোগ, পুরো ঘটনাপর্বের সঙ্গে যোগাযোগ ছিল আরবিআই কর্তাদের একাংশেরও। এর আগে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ঋণ দুর্নীতিতেও আরবিআইয়ের নাম উঠে এসেছিল। কিন্তু এ বিষয়ে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী এবং আইনজীবী সত্য সবরওয়ালের যৌথ ভাবে দায়ের করা একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে শীর্ষ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কগুলির পরিচালন সমিতিতে আরবিআইয়ের প্রতিনিধি থাকেন। কিন্তু বিপুল অঙ্কের ঋণ দেওয়ার সময় বিধি মেনে যে অনুসন্ধান চালানো হয়, আরবিআই প্রতিনিধি তার অংশ থাকেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement